বান্দরবানের রুমা উপজেলার চারটি ইউনিয়ন আলীকদম উপজেলার তিনটি ইউনিয়ন সহ মোট সাত জন ইউপি চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করানো হয়েছে। গতকাল মঙ্গলবার (৪ জানুয়ারি) বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ে চেয়ারম্যানদের এ শপথবাক্য পাঠ অনুষ্ঠান সম্পন্ন হয়।
শপথ বাক্য পাঠ করান বান্দদরবানে প্রশাসক জনাব ইয়াছমিন পারভীন তিবরীজি। উপস্থিত ছিলেন ডিডিএলজি জনাব লুৎফর রহমান।
তবে আলীকদম উপজেলার মোট চারটি ইউনিয়ন থাকলেও শপথ গ্রহন করেছন তিনজন চেয়ারম্যান। ১নং সদর ইউনিয়নের চেয়ারম্যান নাছির উদ্দিনের গেজেট স্থগিত হওয়া তিনি শপথ গ্রহন করতে পারেননি।
জানা যায় ১নং আলীকদম সদর ইউনিয়নে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আনোয়ার জিহাদ চৌধুরী নির্বাচনে অনিয়মে বিষয়ে অভিযোগ দায়ের করায় নৌকা প্রতীক নিয়ে বেসরকারি ভাবে নির্বাচিত চেয়ারম্যান নাছির উদ্দিনের নামে গেজেট প্রকাশ করা হয়নি।
জানতে চাইলে বিদ্রোহী প্রার্থী আনোয়ার জিহাদ চৌধুরী জানান, ভোটগ্রহণে অনিয়ম পরিলক্ষিত হওয়ায় আমি বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছি এবং তার প্রেক্ষিতে কর্তৃপক্ষ গেজেট স্থগিত করেছেন। আমি আবেদন করেছি ভোট পূনঃগননার। যদি গোট গননা করা হয় আমার দৃড় বিশ্বাস আছে আমি নির্বাচিত হব এবং এতে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফনল ঘটবে।