ঢাকা, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১

আলীকদমে জাতীয় শ্রমিকলীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।

আলীকদম(বান্দরবান)প্রতিনিধি। | প্রকাশের সময় : শুক্রবার ২৭ জানুয়ারী ২০২৩ ০৯:১০:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

 

 
 
দলকে সু-সংগঠিত করার লক্ষ্যে জাতীয় শ্রমিক লীগের বান্দরবানের আলীকদম উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
 
শুক্রবার (২৭ জানুয়ারি) বিকাল ৩ ঘটিকায় উপজেলার বঙ্গবন্ধু চত্বরে এই ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
 
উপজেলা শ্রমিকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে মোঃ জাহাঙ্গীর আলম বাদশা (ইউপি সদস্য) সাধারন সম্পাদক পদে মো. মাহবুল আলম মেম্বার (ইউপি সদস্য)পদে নির্বাচিত হয়।
 
সম্মেলন উপলক্ষে উপজেলা শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোঃ জয়নুল আবেদীন জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বান্দরবান পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবি।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য বাবু লক্ষীপদ দাশ,বান্দরবান জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অজিত কান্তি দাশ,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী প্রকাশ বড়ুয়া, জেলা শ্রমিক লীগের সহ সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জামাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান মোঃ নাছির উদ্দীন,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সমরঞ্জন বড়ুয়া,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও কুরুকপাতা ইউপি চেয়ারম্যান ক্রাত পুং ম্রো,বান্দরবান জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দুংড়ি মং মার্মা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কফিল উদ্দীন বিএসসি প্রমূখ। 
 
আলোচনা সভা শেষে গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি পদে মো. কামাল উদ্দিন, সাধারন সম্পাদক পদে মো. শাহারাজ উদ্দিন রানা ও সাংগঠনিক সম্পাদক পদে মো. শাহেদ উদ্দিন নির্বাচিত হয়। পরে জেলা নেতৃবৃন্দ নব গঠিত কমিটিকে আগামী এক মাসের মধ্যে ৪৫ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেন। সম্মেলনে তৃণমূল পর্যায়ের শতাধিক নেতাকর্মী অংশগ্রহন করেন।
 
আলোচনা সভায় বক্তারা বলেন,পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয়মন্ত্রী বীর বাহাদুরের অক্লান্ত প্রচেষ্টায় বান্দরবান উন্নয়নে রোল মডেল ও আদর্শ জেলায় পরিণত হয়েছে। মন্ত্রীর এই প্রচেষ্টায় বান্দরবান জেলার ৭টি উপজেলায় ব্রিজ,কালভার্ট,স্কুল,কলেজ, মাদ্রাসা, মসজিদ,মন্দির,গীর্জা,সড়কসহ ব্যাপক উন্নয়নের কাজ বাস্তবায়ন হয়েছে।প্রতিটি উপজেলায় বসবাসকারি জনসাধারণের মানোন্নয়নে কোটি কোটি টাকার উন্নয়ন কাজ এগিয়ে চলছে। 
 
তারা আরো বলেন, সকল বিবেধ ভুলে গিয়ে দলীয় স্বার্থে সুশৃঙ্খলভাবে সবাইকে এক যোগে কাজ করতে হবে।