ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূইয়ার পদত্যাগপত্র গ্রহন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এছাড়া তাদের মূলপদে যোগদানের সদয় অনুমতি দেয়া হয়েছে রাষ্ট্রপতির পক্ষ থেকে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের উপ সচিব শাহীনুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানা যায়।
এরআগে গত ৮ আগস্ট পদত্যাগপত্র জমা দেন তারা।
প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলর নিম্নোক্ত বিশ্ববিদ্যালয়সমূহের উপ-উপাচার্য ও ট্রেজারারের পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং তিনি উপ-উপাচার্য ও ট্রেজারারের মূলপদে যোগদানের সদয় অনুমতি প্রদান করেছেন।
প্রসঙ্গত, ২০২১ সালের ৩০ জুন প্রো-ভিসি হিসেবে প্রফেসর ড. মাহবুবুর রহমান এবং ৫ মে ট্রেজারার হিসেবে প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া নিয়োগ পান।