বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ভুয়া প্রেস বিজ্ঞপ্তি’ ছড়ানো হয়েছে। সোমবার (১১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন রিজভী।
এতে বলা হয়, কোনো স্বার্থান্বেষী কুচক্রী মহল আমার স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করে। বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।
রিজভী বলেন, আমার স্বাক্ষরে বিএনপির দপ্তর থেকে গণমাধ্যমে প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া প্রেস বিজ্ঞপ্তিটির বিষয়ে দলের নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ারও অনুরোধ জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।
প্রসঙ্গত, রোববার (১০ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষর জাল করে ভূয়া প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁদপুর জেলাধীন কচুয়া উপজোলা বিএনপি ও পৌর বিএনপি কমিটি ঘোষণা করা হলো। পরবর্তীতে উল্লেখিত দু’টি নতুন কমিটি ঘোষণা করা হবে।
বায়ান্ন/আরএইচ/একে