ঢাকা, শুক্রবার ২১ ফেব্রুয়ারী ২০২৫, ৮ই ফাল্গুন ১৪৩১

এ বছরই সংসদ নির্বাচন চায়ছে বাম গণতান্ত্রিক জোট

এম এম লিংকন | প্রকাশের সময় : মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারী ২০২৫ ০৯:২১:০০ অপরাহ্ন | জাতীয়

 এ বছরই জাতীয় সংসদ নির্বাচন চায়ছে বাম গণতান্ত্রিক জোটের দলগুলো ।সেইসঙ্গে স্থানীয় সরকার নির্বাচন,জাতীয় নির্বাচনের পরে আয়োজন করার জোরালো দাবি জানিয়েছেন জোটটি।  

মঙ্গলবার ( ১৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনারদের (ইসি) সঙ্গে বৈঠক করে নিজেদের অবস্থান তুলে ধরেন বাম গণতান্ত্রিক জোট। এতে অংশ নেন সিপিবির সভাপতি শাহ আলম এবং সাদারণ সম্পাদক রুহিন হোসিন প্রিন্স, বিপ্লবি কমিউনিস্ট লিগ ও বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ইকবাল কবির জাহিদ, বাসদের সাদারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ , গণতান্ত্রিক বিপ্লবি পার্টির সাধারন সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক মাসুদ রানাএবং বাংলাদেমের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলীম । বৈঠক শেষে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ইকবাল কবির জাহিদ সাংবাদিকদের এ কথা জানান। বৈঠকে জোটের পক্ষ থেকে সাত দফা দাবি তুলে ধরা হয়।

ইকবাল কবির সাংবাদিকদের বলেন, এই মহুর্তে আমাদের প্রথম কর্তব্য একটি গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়া। ইতিমধ্যে আগে স্থানীয় সরকারের নির্বাচন না জাতীয় নির্বাচন—এমন বিতর্ক উত্থাপন করে পরিস্থিতিটা ঘোলা করার চেষ্টা করা হচ্ছে। 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জোটের শরিক সিপিবির সভাপতি শাহ আলম সাংবাদিকদের বলেন, প্রথমে সংস্কার না নির্বাচন, এই কথাটা বহুদিন চলল। সংস্কার এবং নির্বাচন একসঙ্গে চলতে পারে। এখন আবার নিয়ে আসা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন না জাতীয় নির্বাচন। কিন্তু দিয়ে সরকার নির্বাচন নিয়ে ডিলে (কালক্ষেপণ) করছে। এটি জাতির জন্য আত্মঘাতী হবে। এই সরকার যতই কালক্ষেপণ করবে, দেশে ততই নানা জটিলতা বাড়বে। সে জন্য বাম জোট মনে করে, জাতীয় নির্বাচনটা আগে হওয়া দরকার। একটা স্থিতিশীল সরকার ছাড়া যে ভয়ের রাজনীতি দেশে চলছে, যে দমবন্ধ অবস্থা, তা থেকে মানুষ মুক্ত হবে না।

কোনো অজুহাতে কালক্ষেপণ না করে দ্রুততম সময়ে নির্বাচনের তারিখ ঘোষণা হোক বলে জোর দাবি জানিয়েছেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স । তিনি বলেন, ইসির সঙ্গে কথা বলে  বুঝতে পারছি তারা সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত আছে। ইসি বলেছে, ঐকমত্যের ভিত্তিতে যে সিদ্ধান্ত হবে, তারা সেটা করবে। তবে তারা জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত।

সরকার কালক্ষেপণ করছে বলে মনে করেন কি না, এমন প্রশ্নের জবাবে রুহিন হোসেন প্রিন্স বলেন, অন্তর্বর্তী সরকার সর্বশেষ যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছে, সেখানে অধিকাংশ দল আগে জাতীয় নির্বাচন দেওয়া দরকার বলে বলেছে। এখন অল্প দিনের মধ্যে সরকার যদি ইসিকে জাতীয় সংসদ নির্বাচনের কথা না বলে, তখন বলতেই হবে সরকার কালক্ষেপণ করছে।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, যদি সংসদ নির্বাচন না হয়, নির্বাচনপ্রক্রিয়ার মধ্যে না ঢোকা হয়, তাহলে ভয়ের সংস্কৃতি এবং অস্থিতিশীলতা আরও ক্রমাগত বাড়বে। পতিত স্বৈরাচার এবং তাদের দেশি–বিদেশি দোসরদের তৎপরতা অব্যাহত থাকবে। নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকারই কেবল এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে।