ঢাকা, শনিবার ১৮ মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১

এবার মাছ আমদানিতে নিষেধাজ্ঞা দিল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৭ জুলাই ২০২৩ ০১:২৪:০০ অপরাহ্ন | আন্তর্জাতিক

পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশ থেকে মাছ আমদানি করবে না রাশিয়া। এ বিষয়ে নতুন বাণিজ্যিক নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি। 

বুধবার (২৬ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রাশিয়ান সংবাদমাধ্যম আরটি।

 

এতে বলা হয়, চলমান ইউক্রেনের সঙ্গে যুদ্ধের কারণে রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা জারি করেছে পশ্চিমা বিশ্ব। তবে চলমান নানা অর্থনৈতিক নিষেধাজ্ঞার মধ্যেই এবার পশ্চিমা বিশ্ব থেকে মাছ আমদানিতে নতুন বাণিজ্যিক নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া।

 

দেশটির অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সরকার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), মার্কিন যুক্তরাষ্ট্র এবং নরওয়ে থেকে প্রক্রিয়াজাত মাছ এবং সামুদ্রিক খাবার আমদানি নিষিদ্ধ করেছে। মূলত এর মাধ্যমে বাজারে দেশীয় পণ্যগুলোর চাহিদা বাড়বে।

 

এছাড়া বন্ধুপ্রতীম ও নিরপেক্ষ দেশগুলো থেকে ওয়াইনের আমদানি বাড়ানোর লক্ষ্যে বর্তমানে সম্পর্কে টানাপোড়ন চলছে এমন দেশগুলো থেকে ওয়াইন আমদানিতে শুল্ক বাড়িয়েছে রাশিয়া। শুল্কের পরিমাণ ১২.৫ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করা হয়েছে। পাশাপাশি আমদানি শুল্ক বাড়ানো হয়েছে বেশকিছু নির্মাণ সামগ্রীর ওপরও।

 

রাশিয়ার বিরুদ্ধে দেয়া পশ্চিমা নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া হিসেবে বিধিনিষেধগুলো চালু করা হয়েছে। এ নিষেধাজ্ঞা অন্তত চলতি বছরের শেষ পর্যন্ত কার্যকর থাকবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।