ঢাকা, শনিবার ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

ওসমানীনগর ও বিশ্বনাথে সাধারণের ভালোবাসায় সিক্ত শফিক চৌধুরী

রিমা বেগম, সিলেট : | প্রকাশের সময় : মঙ্গলবার ৯ জানুয়ারী ২০২৪ ১০:২৫:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

বেসরকারিভাবে নির্বাচিত হয়েই সর্বত্র ছুটে যাচ্ছেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সিলেট-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী। প্রথমেই ওলিকুল শিরোমনি  হজরত শাহজালাল (র.) মাজার, শাহপরান (র.) মাজার জিয়ারত করেছেন। পরে জেলা পরিষদ প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি।  নির্বাচনী এলাকার বিশ^নাথ ও ওসমানীনগরের  বিভিন্ন এলাকায় ছুটে গেছেন। দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের সাথে মিশে বিজয় উল্লাস ভাগাভাগি  করেছেন। সর্বত্রই সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি।  

                                         

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে নৌকা প্রতীকের তিনি ৭৮ হাজার ৩৮৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন শফিক চৌধুরী। দীর্ঘদিন যুক্তরাজ্য আওয়ামী লীগে কাজ করা এই রাজনীতিবিদ বিলাতের মায়া ত্যাগ করে সিলেটের রাজনীতিতে সক্রিয় হন ২০০৮ সাল থেকে। ২০০৯ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির এক সময়ের প্রভাবশালী নেতা এম ইলিয়াস আলীকে পরাজিত করে এমপি নির্বাচিত হন।

স্থানীয় রাজনীতিতে অভাবনীয় এই সাফল্যে দলীয় প্রধানও তাকে যথাযত মূল্যায়ন করে সরাসরি সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করেন। এর পর থেকেই দলীয় নেতা-কর্মী থেকে সাধারণ মানুষ; সবার কাছে শফিক চৌধুরীর দরজা উন্মুক্ত থাকে। এজন্য তিনি ক্লিন ইমেজের রাজনীতিবিদ হিসেবে খ্যাতি অর্জন করেন।

নির্বাচনী বিজয়ী হয়েই শফিকুর রহমান চৌধুরী বলেছেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশের মতো সিলেটেও অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। সারা বিশ্বে তাঁর নেতৃত্ব ও উন্নয়ন প্রশংসিত হচ্ছে প্রতিনিয়ত। সে কারণেই আমার সিলেট-২ আসনে আওয়ামী লীগ ও নৌকার গণজোয়ার তৈরি হয়েছিলো। বিশ্বনাথ ও ওসামানীনগরের সকল নাগরিক আমাকে তাদের ভোটে নির্বাচিত করেছেন। এজন্য আমি আমার ভোটারসহ বাংলাদেশ আওয়ামী লীগের সকলস্থরের নেতাকর্মীসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে বিপুলভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর হজরত শাহজালাল (র.) মাজার, শাহপরান (র.) মাজার জিয়ারত এবং জেলা পরিষদ প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এর মধ্য দিয়ে  কর্মসূচি শুরু করেন তিনি।

এসময় শফিকুর রহমান চৌধুরী বলেন, দীর্ঘ ১০ বছর পর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট-২ আসনে (বিশ্বনাথ-ওসমানীনগর) নৌকা প্রতীক দিয়েছেন। আর জনগণ তার রায় দিয়ে  বিজয়ী করেছে নৌকাকে। এবার জনগণের উন্নয়নের লক্ষ্যে কাজ করবো। উন্নয়নবঞ্চিত থাকা এই এলাকাকে এখন প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে নিয়ে যাবো। এসময় তিনি বিশ্বনাথ-ওসমানীনগরবাসীসহ সকলের সহযোগিতা কামনা করেন।

এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দীন খান, সহ সভাপতি আশফাক আহমদ, এডভোকেট শাহ ফরিদ আহমদ, এডভোকেট নিজাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক কবির উদ্দিন আহমদ, ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সৈয়দ এপতার হোসেন পিয়ার, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আজমল আলী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মোহাম্মদ শাকির আহমদ শাহীন, উপ দপ্তর সম্পাদক মজির উদ্দিন, কোষাধ্যক্ষ শমসের জামাল, সদস্য নাজরা চৌধুরী, এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সারোয়ার হোসাইন আফতাব, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান, যুক্তরাজ্য প্রবাসী ও বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মাহবুব আলী, জেলা যুবলীগের সহ সভাপতি ছয়ফুল আলম মনির, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দীন কয়েস, মহানগর যুবলীগের সদস্য উবেদ, মহানগর তাতী লীগের সহ সভাপতি কামাল উদ্দিন, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সদস্য রিয়াজুল ইসলাম, সিলেট ল কলেজ ছাত্রলীগের সহ সভাপতি আব্দুল বাতিন, মারুফ আহমদ, জাকির নুর চৌধুরী, রতন মনি দাস প্রমুখ।

 

পরে তিনি দিনভর বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলায় দলীয় নেতাকর্মী এবং এলাকাবাসীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন।