বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি নিজ বাসায় সেলফ আইসোলেশনে রয়েছেন।
জেলা যুবদলের আহবায়ক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সিদ্দিকুর রহমান পাপলু ওই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, করোনার উপসর্গ থকায় খন্দকার আব্দুল মুক্তাদির করোনার পরীক্ষা করান। আজ শনিবার সকালে রিপোর্ট এসেছে তিনি পজিটিভ।
পাপলু জানান, শারীরিক বড় কোনো সমস্যা নেই খন্দকার আব্দুল মুক্তাদিরের। তিনি সুস্থতার জন্য সিলেটবাসীর দোয়া কামনা করেছেন।
প্রসঙ্গত, গেল জাতীয় সংসদ নির্বাচনে খন্দকার মুক্তাদির সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী ছিলেন।