সিলেটের কানাইঘাটে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সড়কের বাজারের পার্শ্ববর্তী জুলাই ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
নিহত হাফিজ জাকারিয়া আহমদ (১৮) সিলেটের জকিগঞ্জ উপজেলার আইদরাবন গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম পিপিএম।
সন্ধ্যা ৭টার দিকে কানাইঘাটের সড়কের বাজারের ধনইরমাটি গ্রাম এলাকায় সিলেট থেকে ছেড়ে যাওয়া একটি বাস ও সিলেটগামী একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে হাফিজ জাকারিয়া গুরুতর আহত হহন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।