ঢাকা, রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৭ই পৌষ ১৪৩১

কুলাউড়া সরকারি কলেজের বার্ষিক মিলাদ অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধি: | প্রকাশের সময় : শনিবার ৪ ডিসেম্বর ২০২১ ১২:২৯:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

কুলাউড়া সরকারি কলেজের মুসলিম শিক্ষার্থীদের আয়োজনে বার্ষিক মিলাদ মাহফিল, দোয়া ও হামদ-নাত-ক্বেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার কলেজের উপাধ্যক্ষ মো. আব্দুল হান্নানের সভাপতিত্বে ও প্রভাষক বদরুল ইসলামের পরিচালনায় কলেজ ভবনে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে আমন্ত্রিত অতিথি ছিলেন- কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি নওয়াবজাদা আলী ওয়াজিদ খান বাবু, কুলাউড়া কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল, অবসরপ্রাপ্ত সহ. অধ্যাপক ড. মো. আব্দুর রকিব ও সহ. অধ্যাপক নুরুল ইসলাম খান, সহ. অধ্যাপক একেএম শাহজালাল, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, ম্যানজিং কমিটির সাবেক সদস্য মো. আশরাফ চৌধুরী, প্রভাষক সিপার উদ্দিন প্রমুখ।

 

অনুষ্ঠানে মিলাদ পরিচালনা করেন- কাসিমনগর মসজিদের ইমাম মাও. আব্দুল লতিফ ও দোয়া পরিচালনা করেন উপজেলা মসজিদের খতিব মুফতি মো. আহসান উদ্দিন। দোয়া মাহফিল শেষে অনুষ্ঠানে অতিথিরা হামদ-নাত, ক্বেরাত ও গজল প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।