ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

খাগড়াছড়ি হানাদারমুক্ত দিবস

ছোটন বিশ্বাস-খাগড়াছড়ি সদর প্রতিনিধি : | প্রকাশের সময় : বুধবার ১৫ ডিসেম্বর ২০২১ ০৩:৩৬:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

 

খাগড়াছড়িতে হানাদারমুক্ত দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন মহকুমা ও বর্তমানে জেলা খাগড়াছড়ি হানাদারমুক্ত হয়। মুক্তিযোদ্ধাকালীন এ অঞ্চলের সাব-ডিভিশন কমান্ডার মুক্তিযোদ্ধা প্রয়াত দোস্ত মোহাম্মদ চৌধুরী ১৫ ডিসেম্বর বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে তৎকালীন খাগড়াছড়ি মহকুমা প্রশাসকের কার্যালয়ের পাকিস্তানীর পতাকা নামিয়ে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করে খাগড়াছড়িকে হানাদারমুক্ত ঘোষনা করেন।

খাগড়াছড়িতে সরকারী-বেসরকারী উদ্যোগে,মুক্তিযোদ্ধা,শহীদ পরিবার ও বিভিন্ন রাজনৈতিক দল দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করেছে ।

এ উপলক্ষে সকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা, পতাকা উত্তোলন করেন জেলা  সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারগন।

পরে মুক্তিযুদ্ধো কমান্ডারের নেতৃবৃন্দ  ও মুক্তিযুদ্ধো  সংসদ সন্তান কমান্ডারের নেতৃবৃন্দরা  মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় ও মুক্তিযোদ্ধা পতাকা উত্তোলন করা হয়। এ উপলক্ষে আয়োজিত সমাবেশে সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার আব্দুর রহমান বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন,সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মংসাথোয়াই চৌধুরী,সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রইস উদ্দিন ও মুক্তিযোদ্ধা  সংসদ সন্তান কমান্ড খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক মো.কামরুল হাসান, যুগ্ম সম্পাদক মো.আরিফুল ইসলাম,ও আব্দুল কুদ্দুস প্রমুখ।