ঢাকা, বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ৭ই অগ্রহায়ণ ১৪৩১

খালেদা জিয়াকে কারাগারে পাঠানোর উচিৎঃ তাপস

ডেমরা প্রতিনিধি : | প্রকাশের সময় : সোমবার ১৩ ডিসেম্বর ২০২১ ১২:৩৯:০০ পূর্বাহ্ন | রাজনীতি
 
 
 
বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে ফেরত পাঠানোর দাবি জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস। রোববার দুপুরে ৬৪ নং ওয়ার্ড ইউনিট আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস বলেন, খালেদা জিয়ার প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক সহানুভূতি দেখিয়েছেন, সেটা বিএনপি বুঝতে ব্যর্থ হয়েছে। তাই আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, তাকে (খালেদা) আবার কারাগারে ফেরত পাঠানো হোক। তিনি বলেন, আজকে জননেত্রী শেখ হাসিনা বিএনপির নেত্রী খালেদা জিয়ার প্রতি সহানুবতি ও মানবতা দেখিয়েছে। কিন্তু খালেদা জিয়ার অসুস্থতাকে পুঁজি করে রাজনৈতিক উদ্দেশ্যে তাকে বিদেশ নিয়ে যেতে চায় বিএনপি। চিকিৎসার পরিবর্তে খালেদার রোগকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যাবহার করা হচ্ছে। তিনি বলেন, বেগম খালেদা জিয়া একজন সাজাপ্রাপ্ত আসামি এবং তার সাজা মওকুফ করা হয়নি। এক দেশে দুই আইন থাকতে পারে না। সাধারণ মানুষ অপরাধ করলে জেলে থাকতে হয়। তাহলে একজন রাজনীতিবিদ কেন, সাজা হওয়ার পরও জেলের বাইরে থাকবে। অনতিবিলম্বে বিএনপির নেত্রীকে জেল খানায় পাঠানোর জন্য সরকারের প্রতি দাবি জানান মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস। তিনি বলেন, আজকে বিদেশি মোড়লরা মানবতার কথা বলছে, আমি তাদের বলতে চাই মানবতা কোথায় ছিল, ৭৫ সালের ১৫ আগস্ট একদল দূরবৃত্ত যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল সদস্যদের নির্মমভাবে হত্যা করেছিল। মানবতা কোথায় ছিল, যখন আগুন সন্ত্রাসের মাধ্যমে অসহায় পথচারীদের নিমমভাবে হত্যা করেছিল। মানবতা কোথায় ছিল, যখন আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে গ্রেনেড হামলায় হত্যা করতে ছিল’ যোগ করেন ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। তিনি বলেন, সম্মেলনের মধ্যে দিয়ে মহানগর দক্ষিণ সুসংগঠিক আওয়ামী লীগ হিসাবে গড়ে উঠবে। ত্যাগী, পরিক্ষতি নিবেদীত নেতাদের দায়িত্ব নিয়ে আসতে হবে। আমাদের খেয়াল রাখতে হবে- আমরা দলে কাউয়া চাই না। মনে রাখতে হবে- আমরা না চাইলেও কাউরা চাইবে অনুপ্রবেশ করতে। কারণ যেখানে লাভ ও লোভ সেখানে তারা আসবেই। তারা সুযোগ নিবে আর আমাদের দুর্নাম করবে। এই সকল কাউয়া আমাদের হতে পারে না। এজন্য ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করবেন,  তাহলে আর কোনো কাউকে দলে ডুকতে পারবে না। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রজমানর মন্ত্রীত্ব ছেড়ে দলের দায়িত্বগ্রহন করেছিলেন। মন্ত্রীত্ব ছাড়ার পর আওয়ামী লীগের দায়িত্ব গ্রহন করে  বঙ্গবন্ধু পায়ে হেটে সারাদেশের গ্রামে-গঞ্জে, পথে-পান্তরে, আনাছে-কানাছে ঘুরে আওয়ামী লীগকে সুসংগঠিক করেছিলেন। সেই আওয়ামী লীগের নেতৃত্বে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন করে যাচ্ছেন। আওয়ামী লীগের হাত ধরে আজ বাংলাদেশে এতো উন্নয়ন। কিন্তু দলে অনুপ্রবেশকারী কিছু কাউয়ার জন্য এতো উন্নয়নের পরও আওয়ামী লীগের দুর্নাম হচ্ছে । এই সকল কাউকে দল থেকে বিতারিত করতে হবে। প্রয়াত এমপি হাবিবুর রহমানের নেতৃত্বে ডেমরা ছিলো আওয়ামী লীগের ঘাটি। সম্মেলনের মাধ্যমে ওই সকল কাউয়াদের বিতারিত করার মধ্যে দিয়ে এই ডেমরাকে আবার আওয়ামী লীগের ঘাটি হিসাবে প্রতিষ্ঠা করতে হবে। এখানে আর কোনো কাউয়াকে স্থান দেয়া যাবে না।
মাতুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা লুৎফুর রহমান খানে সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শান্ত নুর খান শান্ত’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস, ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির, ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মশিউর রহমান মেল্লার সজল, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৪ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ মাসুদুর রহমান মোল্লা বাবুল ও ঢাকা মহানগর দক্ষিন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন প্রমুখ।