ঢাকা, শনিবার ৮ ফেব্রুয়ারী ২০২৫, ২৫শে মাঘ ১৪৩১

খুলনার শীর্ষ সন্ত্রাসী চিংড়ি পলাশ স্ত্রীসহ গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

Author Dainik Bayanno | প্রকাশের সময় : রবিবার ২৯ ডিসেম্বর ২০২৪ ০৪:৪৮:০০ অপরাহ্ন | দেশের খবর

খুলনা নগরীর শীর্ষ সন্ত্রাসী মো. পলাশ তালুকদার ওরফে চিংড়ি পলাশ (৩৪) ও তার স্ত্রী পারভিন সুলতানা তিতলীকে (২৮) আটক করেছে যৌথ বাহিনী। গতকাল শনিবার দিবাগত রাতে তাদের আটক করা হয়। এ সময়ে তার কাছ থেকে ২টি রামদা, ২টি চাইনিজ কুড়াল ও বোমা সদৃশ্য ৫টি ককটেল বোমা উদ্ধার করা হয়।

পলাশ নগরীর সোনাডাঙ্গা থানার ২২ নম্বর গোবরচাকা এলাকার জনৈক সুলতান তালুকদারের ছেলে। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় হত্যাসহ ১৫টি মামলার রেকর্ড পাওয়া গেছে।

সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হাওলাদার সানোয়ার হোসাইন মাসুম বলেন, ‘সন্ত্রাসী গ্রেপ্তারে সেনা, নৌ, পুলিশের সমন্বয়ে যৌথবাহিনী নগরীতে অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১২টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানাধীন গোবরচাকা এলাকায় যৌথবাহিনী মাদক ও অস্ত্র উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করে।

অভিযানে খুলনার অন্যতম শীর্ষ সন্ত্রাসী মো. পলাশ তালুকদার ওরফে চিংড়ি পলাশ এবং তার স্ত্রীকে আটক করা হয়। পলাশের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাসা তল্লাশি করে বাড়ির উঠান হতে ৫টি ককটেল,২টি রামদা ও ২টি চাইনিজ কুড়ালসহ অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাদের সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়।

এদিকে সন্ত্রাসী পলাশকে আটকের খবর জনার পর এলাকার জনগণ যৌথবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানায় তারা।

উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় দায়িত্বপূর্ণ এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনী ও সেনাবাহিনীর নিয়মিত যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।

বায়ান্ন/একে