ঢাকা, শুক্রবার ২১ ফেব্রুয়ারী ২০২৫, ৯ই ফাল্গুন ১৪৩১

খুলনায় নিখোঁজের ৩দিন পর নদীতে মিললো শিশুর লাশ

জাফর ইকবাল অপু/খুলনা প্রতিনিধি | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারী ২০২৫ ১২:৪৪:০০ পূর্বাহ্ন | দেশের খবর

খুলনার তেরখাদায় নিখোঁজের ৩ দিন পর সায়াদ ইবনে আব্দুল্লাহ হুজাইফা (৪) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) চিত্রা নদী থেকে এলাকাবাসী তার লাশ উদ্ধার করেন।

হুজাইফা উপজেলার আটলিয়া এলাকার আব্দুল্লাহ শেখের ছেলে।সে স্থানীয় রামমাঝি হযরত আয়শা সিদ্দিকা (রাঃ) কওমি মাদ্রাসা ও এতিমখানায় পড়াশোনা করতো। পরিবারের সদস্য ও স্থানীয় ব্যক্তিরা জানান, শিশুটি গত ১৬ ফেব্রুয়ারি পারখালী শেখ বাড়ির ওয়াজ মাহফিল থেকে হারিয়ে যায়। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। গত কয়েকদিন ধরেই নিখোঁজ শিশুটির সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পেজে পোস্ট দেওয়া হয়। ঘটনার ৩ দিন পর বুধবার দুপুরে চিত্রা নদীতে তার লাশ পানিতে ভাসতে দেখতে পান এলাকাবাসী। পরে এলাকাবাসীর সহায়তায় লাশটি উদ্ধার করা হয়। এ ব্যাপারে তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, শিশুটির মৃত্যুর খবর আমরা পেয়েছি। নদীতে সাঁকো পার হওয়ার সময় পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

বায়ান্ন/আরএস