ঢাকা, শনিবার ৮ ফেব্রুয়ারী ২০২৫, ২৬শে মাঘ ১৪৩১

খুলনায় যুব অধিকার পরিষদ নেতাকে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ

জাফর ইকবাল অপু, খুলনা | প্রকাশের সময় : শনিবার ৮ ফেব্রুয়ারী ২০২৫ ১২:৩৫:০০ অপরাহ্ন | দেশের খবর

খুলনা নগরীর নিরালা কাঁচা বাজার মোড়ে ৬ ই  ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় একদল  দুর্বৃত্তরা সদর থানার আওতাধীন ২৪ নং ওয়ার্ড যুব অধিকার পরিষদের, আহ্বায়ক আসাদুজ্জামান মিঠুনকে  হত্যার উদ্দেশ্যে  কুপিয়ে জখম করে। পরবর্তীতে  স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তার অবস্থা আশংকা জনক দেখে  ঢাকা মেডিকেল কলেজে রেফার করে। পরবর্তীতে সিটি মেডিকেল কলেজে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তাররা চিকিৎসা দিতে পারবে বলে আশ্বস্ত করে কিন্তু তিন ঘন্টা কালক্ষেপণ করেও চিকিৎসা দিতে ব্যর্থ হলে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

এই হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের জন্য সদর থানার অফিসার্স ইনচার্জের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। এই ঘটনার প্রেক্ষিতে সদর থানার ওসির দায়িত্ব অবহেলা ও হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে  গতকাল ৭ ই ফেব্রুয়ারি  শুক্রবার নগরীর ময়লাপোতা মোড় থেকে  সদর থানা যুব অধিকার  পরিষদের পক্ষ থেকে  একটি বিক্ষোভ মিছিল বের হয় যা খুলনা সদর থানার সামনে এসে শেষ হয়। মিছিল শেষে  বক্তব্য রাখেন  নগর  গনঅধিকার পরিষদের সভাপতি বেলাল হোসেন, সাধারন সম্পাদক এসকে রাশেদ ও নগর যুব অধিকার পরিষদের সভাপতি তাজুল, সাধারণ সম্পাদক সাজিদ, সাংগঠনিক সম্পাদক আজিজ রুবেল, নগর ছাত্র অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক জুবায়েত শেখ (সম্রাট), যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম (রবি),অভি, তামিম, মেহেদি, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি লিটন, সহ সভাপতি ইমরান,সেলিম, লিয়াকত সহ সদর থানা যুব নেতৃবৃন্দ। এ সময় বক্তারা তাদের বক্তব্য বলেন সদর থানার মতো গুরুত্বপূর্ণ একটি থানার  ওসি তার দায়িত্বে অবহেলার কারণে তাৎক্ষণিকভাবে হামলাকারীদের গ্রেফতার করা সম্ভব হয়নি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলায় জড়িতদের আইনের আওতায় এনে যথাযথ শাস্তি  নিশ্চিত করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।