ঢাকা, শুক্রবার ২১ ফেব্রুয়ারী ২০২৫, ৯ই ফাল্গুন ১৪৩১

খুলনায় শিশু অপহরণের পর মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৫

জাফর ইকবাল অপু, খুলনা | প্রকাশের সময় : বুধবার ১৯ ফেব্রুয়ারী ২০২৫ ১২:২৬:০০ অপরাহ্ন | দেশের খবর

জেলার দিঘলিয়ায় ৯ বছরের শিশুকে অপহরণ করে ২০ লক্ষ টাকা মুক্তিপণ দাবীর অভিযোগে ৫ জন অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে উদ্ধার করা হয়েছে অপহৃত শিশুটিকে।

আটককৃতরা হলেন, একই এলাকার আহাদ মোল্যা (১৯), মোঃ আমিনুল ইসলাম ওরফে নাহিদ (১৯), বায়জীদ বোস্তামী (২২), ফয়সাল শেখ (১৯) ও মোঃ হাসিব শেখ (২৪)। তাদের কাছ থেকে অপহরণ কাজে ব্যবহৃত ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

জানা যায়, প্রতিদিনের ন্যায় রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে দিঘলিয়া থানাধীন হরিপদ খেলার মাঠ থেকে খেলা শেষে সন্ধ্যায় বাড়ী ফেরার পথে অপহরণকারীরা শিশুটিকে বারাকপুর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে মোবাইলে গেমস খেলার কথা বলে স্কুল মাঠের ভিতরে নিয়ে যায়। পরে অপহরণকারিরা শিশুটির পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপন দাবী করে৷

দিঘলিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ এইচএম শাহীন এর নেতৃত্বে শুরু হয় অভিযান। এসময় বারাকপুর ইউনিয়নের আড়ুয়া এলাকা থেকে উদ্ধার করা হয় অপহৃত শিশু।

অপহরণের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে হামিদ মোল্লার পুত্র  আহাদ মোল্লা (১৮)কে তাৎক্ষনিক দিঘলিয়া থানা পুলিশ আটক করে। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বারাকপুর ও আশপাশ এলাকায় অভিযান চালিয়ে তার সহযোগী ৪ অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের অপহরণ কাজে ব্যবহৃত ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ  ঘটনায় দিঘলিয়া থানায় নারী ও শিশু  নির্যাতন দমন আইনে শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করেন।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ