ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

গণফোরামের অবাধ নির্বাচনের দাবি, আওয়ামী লীগ নিষিদ্ধসহ এলডিপির ২৩ প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা | প্রকাশের সময় : শনিবার ১৯ অক্টোবর ২০২৪ ০৫:৩৯:০০ অপরাহ্ন | জাতীয়

রাষ্ট্র সংস্কার প্রক্রিয়া শেষ করে দ্রুততম সময়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম। অন্যদিকে, ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নিষিদ্ধসহ ২৩টি প্রস্তাব উপস্থাপন করেছে অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।

ঢাকার রমনায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে চতুর্থ দফায় সংলাপ শেষে শনিবার (১৯ অক্টোবর) গণফোরাম এবং এলডিপির প্রতিনিধিরা সাংবাদিকদের ব্রিফ করেন।

প্রথমে গণফোরামের সঙ্গে বিকাল ৩টায় সংলাপ শুরু হয়, যেখানে দলের সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। সংলাপে তারা বিচার বিভাগ, আইনশৃঙ্খলা এবং বাজার পরিস্থিতির বিষয়ে জোর দিয়ে কথা বলেন।

গণফোরামের সমন্বয় কমিটির চেয়ারম্যান মোস্তফা মহসীন মন্টু সাংবাদিকদের বলেন, "সংলাপ ফলপ্রসূ হয়েছে। আমরা সরকারকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সহযোগিতা করব। নির্বাচনের রোডম্যাপ দ্রুত সময়ের মধ্যে দিতে হবে।"

তিনি আরও বলেন, "বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সিন্ডিকেট ভাঙা জরুরি। দেশের অর্থনীতি চরম বিপর্যস্ত অবস্থায় রয়েছে। একমাত্র জাতীয় ঐক্যমতের মাধ্যমেই এ পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব।"

গণফোরাম একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে এবং তারা সরকারের সঙ্গে সার্বিক সহযোগিতা করবে বলে মন্টু জানান।

অন্যদিকে, বিকাল সাড়ে ৩টায় এলডিপির প্রেসিডেন্ট অলি আহমদের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে অংশ নেয়।

অলি আহমদ সাংবাদিকদের বলেন, "আওয়ামী লীগ জনগণের বিরুদ্ধে যুদ্ধ করেছে। তাদের নিষিদ্ধ করা উচিত।" তিনি আরও বলেন, "সরকারকে আমরা ২৩টি প্রস্তাব দিয়েছি, যার মধ্যে অন্যতম হলো দুর্নীতিবাজদের শাস্তি নিশ্চিত করা এবং লুট হওয়া টাকা উদ্ধার করা।"

সংলাপে এলডিপি প্রধান উপদেষ্টার কাছে রাষ্ট্র সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করার তাগিদ দেন এবং প্রয়োজনে উপদেষ্টাদের সংখ্যা বাড়ানোর পরামর্শ দেন।

এলডিপি নেতার দাবি, "সরকারের সংস্কার প্রক্রিয়া আশানুরূপ অগ্রগতি অর্জন করতে পারেনি, তাই দেশের মানুষের মধ্যে উদ্বেগ ও দুশ্চিন্তা বিরাজ করছে। যৌথ প্রচেষ্টার মাধ্যমেই এ অবস্থা থেকে উত্তরণ সম্ভব।"

 

বায়ান্ন/এএস