ঢাকা, শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

গত ৫ আগষ্টের আহতরা বিনা চিকিৎসায় কাতরাচ্ছে: লায়ন ফারুক

রিয়াদ হাসান | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪ ০৩:৪৬:০০ অপরাহ্ন | রাজনীতি

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান বলেছেন, গত পাঁচ ই আগস্ট এর আন্দোলনে আহত হওয়া অনেকেই হাসপাতালে বিনা চিকিৎসায় কাতরাচ্ছে। আজকে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের শাসনামলে সুবিধা পাওয়া ব্যক্তিরা উপদেষ্টাদের চেয়ারে বসে আছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন কর্তৃক আয়োজিত এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি। 

লায়ন মো. ফারুক বলেন, আজকে জাহানারা বেগমকে চিকিৎসার জন্য পতাকাবাহি গাড়ির উপরে উঠে কেন আবেদন জানাতে হবে। আওয়ামী লীগের দোসরদের গ্রেপ্তার করা হচ্ছে না। কার নির্দেশে কোন যুক্তিতে মোস্তফা সরোয়ার ফারুকী কে নিয়োগ দেওয়া হলো জাতী জানতে চায়। দ্রব্যমূলের উর্ধ্বগতি কেন এখন নাগালের বাইরে।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে তিনি আরও বলেন, আমি পরিষ্কার ভাবে বলতে চাই যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার করে দ্রুত নির্বাচন দিতে হবে।

কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির দলীয় মুখপাত্র মো. শরিফুল ইসলামসহ আরও অনেকে।

বায়ান্ন/আরএইচ/একে