ঢাকা, শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

গাজীপুরে গুলিতে পোশাক শ্রমিক নিহত, যুবলীগ নেতা গ্রেপ্তার

এম এইচ শাহীন, গাজীপুর | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪ ০৭:৫১:০০ অপরাহ্ন | দেশের খবর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গাজীপুর মহানগরীর বাসনে হামলার স্বীকার হয়ে পোশাক শ্রমিক নজরুল ইসলাম নিহতের ঘটনায় গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানায় দায়ের করা হত্যা মামলায় এক আসামিকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তি মো. কামাল মন্ডল (৪৫) নগরীর বাসন থানার টেকনগপাড়া এলাকার মহিউদ্দিনের ছেলে। তিনি বাসন থানা যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

মামলার এজাহার সুত্রে জানা গেছে, গত ২০ জুলাই দুপুর বারোটায় পোশাক শ্রমিক নজরুল ইসলাম ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশমী গার্মেন্টেস এর সামনে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে অংশ গ্রহন করেন। এসময় আওয়ামী লীগের নেতাকর্মীরা গুলি ছুঁড়লে তিনি পিঠে গুলিবিদ্ধ হন। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই নজরুলের মৃত্যু হয়। এ ঘটনায় নজরুলের স্ত্রী বাদী হয়ে বাসন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) উপ কমিশনার আবু তোরাব মোহাম্মদ শামছুর রহমান বলেন, কামাল মন্ডল নামে একজনকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

বায়ান্ন/প্রতিনিধি/একে