ঢাকা, বুধবার ৫ ফেব্রুয়ারী ২০২৫, ২৩শে মাঘ ১৪৩১

গফরগাঁওয়ে নারী দিবস পালিত

গফরগাঁও ময়মনসিংহ) প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ৮ মার্চ ২০২২ ০৭:৩৭:০০ অপরাহ্ন | দেশের খবর

গফরগাঁওয়ে নারী দিবস উপলক্ষে,র‌্যালী ও আলোচনা সভা হয়েছে। “টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য' এই প্রতিপাদ্যে মঙ্গলবার নারী দিবসে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে। র‌্যালী পরবর্তী উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবিদুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আশরাফ উদ্দিন বাদল।  মহিলা বিষয়ক কর্মকর্তা জাহিদা ফেরদৌসীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার,সহকারি কমিশনার (ভূমি) কাবেরী রায়,উপজেলা নির্বাচন কর্মকর্তা শামছুন নাহার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সালমা আক্তার প্রমুখ।