ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

গরু বিক্রি শেষে বাড়ি ফেরা হলোনা দুই সহোদর ভাইয়ের

তারিকুল ইসলাম, শেরপুর প্রতিনিধি: | প্রকাশের সময় : বুধবার ২০ এপ্রিল ২০২২ ১০:৪৯:০০ অপরাহ্ন | জাতীয়

শেরপুরের নকলায় শ্যালোইঞ্জিনচালিত ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে দুই সহোদর ভাই নিহত ও চালক আহত হয়েছে। ১৯ এপ্রিল মঙ্গলবার রাতে পার্শ্ববর্তী নকলা উপজেলার গড়েরগাঁও হাইওয়ে সড়কের মোড়ে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হচ্ছেন পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার টিকরাকান্দি গ্রামের মৃত উমেদ আলীর ছেলে হারেজ আলী (৬০) ও শামছুল হক (৫৪)।

 
 
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় গরু বিক্রি শেষে নালিতাবাড়ী থেকে ময়মনসিংহের তারাকান্দার উদ্দেশ্যে রওনা দেন ওই দুই সহোদর হারেজ আলী ও শামছুল হক। পথিমধ্যে ওই ভটভটি শেরপুরের নকলা উপজেলার গড়েরগাঁও মোড়ে এসে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে গুরুতর আহত হন চালকসহ দুই সহোদর ভাই। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নকলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
পরে ময়মনসিংহ মেডিকেলে পৌছার আগে পথিমধ্যেই মারা যান সহোদর দুই ভাই। এ ঘটনায় আশঙ্কজনিত অবস্থায় ময়মনসিংহ মেডিকেলে ভর্তি আছেন ভটভটি চালক।
 
 
সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু বিষয় নিশ্চিত করেছেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুশফিকুর রহমান।