ঢাকা, শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১

গর্বে ফুলে বুক: আতি আমাদের লোক

কামরুল হাসান, জামালপুর : | প্রকাশের সময় : বুধবার ২৪ জানুয়ারী ২০২৪ ০৬:৪৯:০০ অপরাহ্ন | দেশের খবর

জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের পূর্বপাড় দিঘুলী গ্রামের মরহুম মল্লিক মন্ডলের পৌপুত্র ও দানবীর, সমাজসেবক মরহুম মোকছেদ আলী মন্ডল ও রত্নগর্ভা মহিয়সী নারী মরহুমা হাজেরা বেগমের সুযোগ্য সন্তান ড. আতিউর রহমান। এলাকায় তিনি আতি নামেই বহুল পরিচিত। অনেকেই আবার ড. আতি নামেই চেনেন। তিনি জামালপুরের একজন কৃতি সন্তান। জামালপুরবাসীর গর্ব। এ জন্য আমাদের বুক ফুলে ওঠে। তিনি আমাদেরই লোক। জনবান্ধব গবেষণার জন্য ‘গরীবের অর্থনীতিবিদ’ এবং পরিবেশবান্ধব অর্থায়নে নেতৃত্বের কারণে ‘সবুজ গভর্নর’ হিসেবে তিনি সমধিক পরিচিত। রবীন্দ্রনাথের আর্থ-সামাজিক উন্নয়ন ভাবনাও তাঁর গবেষণায় সব সময় গুরুত্বের সঙ্গে বিবেচিত। মোট ৮০টিরও বেশি গ্রন্থ রচনার পাশাপাশি দেশে ও বিদেশে তিনি অসংখ্য গবেষণাপত্র প্রকাশ করেছেন। তার লেখা ও সম্পাদিত উল্লেখযোগ্য গ্রন্থÑ জন মানুষের মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলনের আর্থ-সামাজিক পটভূমি, পিজ্যান্সট অ্যান্ড ক্লাসেস, বঙ্গবন্ধু সহজপাঠ, বঙ্গবন্ধু বাংলাদেশের প্রতিচ্ছবি এবং শেখ মুজিব বাংলাদেশের আরেক নাম। বেস্ট সেন্ট্রাল ব্যাংক গভর্নর এশিয়া অ্যান্ড প্যাসিফিক ২০১৫, গুসি শান্তি পুরস্কার, ইন্ধিরা গান্ধী স্বর্ণ স্মারক, শেলটেক পুরস্কার এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৫, বাংলা একাডেমির রবীন্দ্র পুরস্কার ২০২১, রবীন্দ্র একাডেমির সম্মাননা ২০২২ সহ অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননা পেয়েছেন। আর্থ-সামাজিক উন্নয়ন ও দেশের অর্থনীতিতে অসামান্য অবদান রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক, বিশিষ্ট লেখক, গবেষক, কলামিষ্ট, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আতিউর রহমানকে ২০২১ সালের খান বাহাদুর আহছানউল্লাহ স্বর্ণপদক প্রদানের জন্য নির্বাচন করেছে ঢাকা আহছানিয়া মিশন।

 

(লেখক: সাংবাদিক ও ডিরেক্টর- বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব, ঢাকা এবং সাবেক শিক্ষক ও এনজিও কর্মকর্তা)