ঢাকা, বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯শে কার্তিক ১৪৩১

ঘর পেয়ে খুশি ময়মনসিংহের ৫৫৩ ভূমিহীন পরিবার

এম ইদ্রিছ আলী, ময়মনসিংহ | প্রকাশের সময় : মঙ্গলবার ২৬ এপ্রিল ২০২২ ১০:৪৩:০০ অপরাহ্ন | জাতীয়

মুজিববর্ষ উপলক্ষে এবার ঈদে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জমিসহ বাড়ি পেয়ে ব্যাপক খুশি হয়েছেন  ময়মনসিংহের ৫৫৩ ভূমিহীন ও গৃহহীন পরিবার। অসহায় সুবিধাভোগিরা জমিসহ ঘরের মালিক হতে পেরে জীবনের অধরা স্বপ্নকে বাস্তবে হাতে পেয়েছেন বলে অনুভূতি প্রকাশ করেছেন। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাঁর দীর্ঘায়ু কামনা করে দোয়া করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে সুবিধাভোগিদের মাঝে এই বাড়ি বিতরণ করেন।

ময়মনসিংহের বিভিন্ন উপজেলায় পৃথক অনুষ্ঠানের মাধ্যমে প্রজেক্টারের মাধ্যমে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান সম্প্রচার এবং সুবিধাভোগিদের মাঝে দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়।

এ উপলক্ষে মুক্তাগাছা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মনসুরের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আরব আলী, সহকারী কমিশনার(ভূমি) রোমানা রিয়াজ, সুবিধাভোগীদের পক্ষ থেকে রমেশ গৌড় প্রমুখ বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসান, আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ইদু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা আক্তার কাকলি, এলজিইডির উপজেলা প্রকৌশলী অসীত বরণ দেব, বিভিন্ন ইউপি চেয়ারম্যানগণ, সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং সুবিধাভোগীদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। মুক্তাগাছায় ৬১টি ভূমিহীন ও গৃহহীন পরিবার এই সুবিধা পেয়েছে।

এ সময় প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি বলেন, মানুষের সমৃদ্ধির জন্য আজীবন সংগ্রাম করে গেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতার স্বপ্নের সিঁড়ি বেয়ে তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ এবং জাতিকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দেশ আজ এগিয়েছে। আগে দরিদ্ররা উপহার হিসেবে বড়জোর শাড়ি-লুঙ্গি বা সেমাই-চিনি পেতেন। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ উপহার হিসেবে ভূমিহীনদের জমিসহ বাড়ি দিচ্ছেন। 

ময়মনসিংহ সদর উপজেলায় ঘর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জেলা প্রশাসক এনামুল হক। তিনি জানান, জেলায় এর আগে প্রথম পর্যায়ে ১ হাজার ৩০৫টি এবং দ্বিতীয় পর্যায়ে ৬৪৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ প্রদান করা হয়েছে।