ঢাকা, শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৭ই অগ্রহায়ণ ১৪৩১

চট্টগ্রাম শহরে বাঁশখালীর পুলিশ সদস্যের উপর হামলা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : | প্রকাশের সময় : শনিবার ১৭ অগাস্ট ২০২৪ ০৫:০৩:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন
হামলায় আহত পুলিশ সদস্য ফৌজুল করিম ও তার স্ত্রী।
চট্টগ্রাম শহরের বায়েজিদ বনভীতি আবাসিক এলাকায় মোহাম্মদ ফৌজুল করিম নামে বাঁশখালীর পুর্ব বড়ঘোনা এলাকার এক পুলিশ সদস্যের উপর হামলা ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। বাসায় ঢুকে ছাত্রলীগ নেতা নুরুল আজিম রনির ক্যাডাররা পুলিশ সদস্যের স্ত্রী সন্তানকেও মারধর করেছে। নিয়ে গেছে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মুল্যবান মালামাল। গত ১১ আগস্ট রবিবার সন্ধ্যায় বায়েজিদ বনভীতি আবাসিক এলাকায় এই হামলার ঘটনা ঘটে। চট্টগ্রাম নগর ছাত্রলীগ নেতা নুরুল আজিম রনির ক্যাডার রাকিবুল ইসলাম সেলিমের নেতৃত্বে এই হামলা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে রাকিবুল ইসলাম সেলিম ও ফরহাদ হোসেন সাব্বির নামে ২ জনকে আটক করে থানায় সোপর্দ করেছে। এই ঘটনায় পুলিশ সদস্যের স্ত্রী রুজিনা আক্তার বাদী হয়ে বায়েজিদ থানায় মামলা দায়ের করেছে। আহত পুলিশ সদস্য ও তার আহত স্ত্রী বর্তমানেও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৮ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ সদস্য ফৌজুল করিম বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা ৮নং ওয়ার্ড এলাকার সৈয়দ উল্লাহ সিকদারের ছেলে। সে বর্তমানে কর্ণফুলী থানায় কর্মরত এবং বায়েজিদ বনভীতি আবাসিকে পরিবার পরিজন নিয়ে বসবাস করে। পুলিশের কর্মবিরতির সুযোগে পরিকল্পিতভাবে এই হামলা হয় বলে ধারণা করা হচ্ছে। দেশের পটপরিবর্তনের সুযোগে ব্যক্তি আক্রোশে পুলিশ সদস্যের উপর আওয়ামী সন্ত্রাসীদের পরিকল্পিত হামলার ঘটনায় বিভিন্ন মহল নিন্দা জানিয়েছে।