![](https://dainikbayanno.com/storage/liton-photo-151224.jpg)
দেশের বিশিষ্ট ইসলামী বক্তা ও আলেম মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আহলে সুন্নাত তরুণ ওলামা পরিষদ রোববার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে গণ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে। সমাবেশে আল্লামা মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর অনুসারীরা ও দেশের শান্তিপ্রিয় জনগণ একজন আলেমের প্রতি অন্যায় আচরণ এবং মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত বলে অভিহিত করেছেন।
বক্তারা বলেন, মুফতি গিয়াস উদ্দিন তাহেরী দেশের ইসলামী শিক্ষার প্রসারে ও সমাজে শান্তির বাণী ছড়িয়ে দিতে বরাবরই সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তবে সাম্প্রতিক সময়ে তার বক্তৃতা ও সামাজিক কার্যক্রমকে কেন্দ্র করে একটি কুচক্রী মহল তাকে অপমান ও হয়রানি করার অপপ্রয়াস চালাচ্ছে। এই অপপ্রয়াসের অংশ হিসেবে তার বিরুদ্ধে একটি ভিত্তিহীন ও মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। মামলাটি উদ্দেশ্য প্রণোদিত এবং এর মাধ্যমে তাকে মানসিকভাবে হয়রানি করার চেষ্টা করা হচ্ছে। এটি শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়, বরং দেশের ধর্মীয় নেতা ও সমাজ সংস্কারকদের মতপ্রকাশের অধিকার লঙ্ঘনের সামিল। একজন আলেমের বিরুদ্ধে এমন মিথ্যা মামলা শুধুমাত্র তার জনপ্রিয়তা ও সত্য কথার কারণে। এটি ইসলামের শান্তিপূর্ণ বাণী ছড়ানোর পথে বাধা সৃষ্টি করার অপচেষ্টা।
আমরা সংশ্লিষ্ট প্রশাসনকে আহ্বান জানাই, এই মিথ্যা মামলার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে এবং একজন আলেমকে হয়রানির এই অপচেষ্টা বন্ধ করতে। একইসঙ্গে দেশের প্রত্যেক নাগরিকের মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা নিশ্চিত করতে হবে।
আহলে তরুণ ওলামা পরিষদের অন্যতম সমন্বয়ক আল্লামা ইকবাল হোসাইন আলকাদেরীর সভাপতিত্বে এবং সমাবেশ প্রস্তুতি কমিটির সদস্য সচিব মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রস্তুতি কমিটির আহবায়ক আল্লামা কাজী মুহাম্মদ শফিউল আজম।
গণসমাবেশে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন- ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য সোলাইমান ফরিদ, প্রচার সচিব মাষ্টার আবুল হোসাইন, মাওলানা আমান উল্লাহ সমরকন্দী, জননেতা নাসির উদ্দিন মাহমুদ, জননেতা ওয়াহেদ মুরাদ, যুবনেতা হাবিবুল মোস্তফা, ছাত্রনেতা ইঞ্জিনিয়ার রাসেল, মাওলানা মুখতার আহমদ রজভী, মাওলানা এনাম রেযা, মাওলানা সোহাইল উদ্দিন আনসারী, মাওলানা এনামুল হক এনাম, মাওলানা ওয়াহিদুর রহমান, মাওলানা নুর মুহাম্মদ আলকাদেরী, মাওলানা সোলাইমান রজভী, মাওলানা মিনহাজ উদ্দিন সিদ্দিকী, ছাত্রনেতা ওসমান গণি, ছাত্রনেতা সাদমান আবরার, মাওলানা শরফুদ্দীন কাদেরী, মাওলানা রায়হান উদ্দিন কাদেরী, মাওলানা বাহা উদ্দিন কাদেরী, মাওলানা এনায়াত উল্লাহ খাঁন, মাওলানা নঈম উদ্দিন কাদেরী, নুরশেদ রেযা কাদেরী প্রমুখ।
গণসমাবেশ শেষে মিছিলটি চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বর হতে চেরাগী পাহাড়, আন্দরকিল্লা হয়ে লালদীঘি চত্বরে গিয়ে শেষ হয়।
বায়ান্ন/প্রতিনিধি/একে