ঢাকা, বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১

ছাতকে প্রধানমন্ত্রীকে নিয়ে ‘কটুক্তি’র অভিযোগে যুবক গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি : | প্রকাশের সময় : শনিবার ২৫ ডিসেম্বর ২০২১ ০৫:০৮:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত এবং হাইকোর্ট নিয়ে অবমাননাকর বক্তব্য ফেসবুকে পোস্ট করার অভিযেগে লুৎফুর রহমান শাওন নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ছাতক পৌরসভার গণক্ষাই গ্রামের কালা মিয়ার ছেলে।

লুৎফুর রহমান শাওনের বিরুদ্ধে ছাতক উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম বাদী হয়ে ছাতক থানায় একটি মামলা (নং ২০) দায়ের করেন। এ মামলার প্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তা ছাতক থানার সাব ইন্সপেক্টর নাজমুল শেখ শুক্রবার রাতে তাকে গ্রেফতার করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও হাইকোর্টের ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন শাওন। তিনি ‘রাষ্ট্রবিরোধী’কয়েকটি ফেসবুক গ্রুপ এবং পেইজ পরিচালনা করে গুজব প্রচার করেন।

ছাতক থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।