ঢাকা, শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০

ছা‌দেই মঞ্চা‌য়িত হ‌লো "ছাদবাগান"

ফখরুল হাসান পলাশ, ‌দিনাজপুর : | প্রকাশের সময় : মঙ্গলবার ২৫ জানুয়ারী ২০২২ ০৫:৩৮:০০ অপরাহ্ন | দেশের খবর
মু‌জিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে সারা‌দে‌শের ৩৫০টি নাট্যদ‌লের প‌রি‌বেশনায় দিনাজপু‌রেও নাটক "ছাদবাগান" অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। লিয়াকত আলী লাকীর ভাবনা ও প‌রিকল্পনায় বাংলা‌দেশ শিল্পকলা একা‌ডেমীর আ‌য়োজ‌নে দিনাজপুর শিল্পকলা একা‌ডেমীর ছা‌দে মঙ্গলবার বিকা‌লে আধ ঘন্টার এই নাটক‌টি মঞ্চায়িত হয়। মিজানুর রহমান লাবুর রচনায় নাটক‌টি নি‌র্দেশনা ক‌রে‌ছেন নয়ন বা‌র্টেল। আমা‌দের থি‌য়েটা‌রের প্র‌যোজনা ও প‌রি‌বেশনায় নাট‌কে অ‌ভিনয় ক‌রে‌ছেন ড. মাসুদুল হক, ইফ‌তেখার চানু, অনা‌মিকা দাস, সুরাইয়া আক্তার স্মৃ‌তি, শশাঙ্খ বাবু, দেব সিং, মিথতা এবং মূর্ত।
এক‌টি ছয়তলা ভব‌নের ছাদবাগান নি‌য়ে নাটকটি রচনা করা হয়‌ছে। ছা‌দে ট‌বে গাছ লাগা‌নো‌কে কেন্দ্র ক‌রে বাড়ীর এক বা‌সিন্দার সা‌থে অন্য বা‌সিন্দার বাক‌বিতন্ডা নি‌য়‌েই মূলত নাট‌কের মূল কাহিনী।