সুনামগঞ্জের জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় দৈনিক মানবজমিন পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক শংকর রায় (৬৮) আর নেই।
সোমবার রাত সাড়ে ৩টার দিকে তিনি নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। মঙ্গলবার দুপুর ১২ টায় স্হানীয় শ্মশানঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।
প্রবীন সাংবাদিক শংকর রায় দীর্ঘ দিন ধরে সাংবাদিকতার সাথে জড়িত ছিলেন। বর্ণাঢ্য জীবনে তিনি নাট্য ও সংস্কৃত কর্মী এবং প্রায় ৪০ বছর ধরে সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলেন।
এদিকে, জ্যেষ্ঠ এ সাংবাদিকের মৃত্যুতে সুনামগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি, জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান নূরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনূল ইসলাম, পৌর মেয়র মোঃ আক্তার হোসেন, সাবেক মেয়র মিজানূর রশিদ, প্রেসক্লাব সহসভাপতি তাজ উদ্দিন আহমদ, সাধারন সম্পাদক মোঃ সানোয়ার হাসান সুনু, যুগ্ম সাধারন সম্পাদক অমিত দেবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।