সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কৃতি সন্তান হাফিজ সৈয়দ ইবাদুর রহমান বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত কওমী মাদরাসার সর্বোচ্চ শিক্ষা বোর্ড আল হাইয়াতুল উলয়া লিল জামিআতিল কাওমিয়া বাংলাদেশ বোর্ডের তাকমিল ফীল হাদিস (মাস্টার্স) পরীক্ষায় সারা বাংলাদেশের মধ্যে ৮ম স্থান অর্জন করেছে। জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামের হাফিজ সৈয়দ ইবাদুর রহমান জামেয়া উলুমিল ইসলামিয়া ঢাকা থেকে এ বছর আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর অধীনে অনুষ্ঠিত দাওরায়ে হাদীস (তাকমিল) পরীক্ষায় অংশ নিয়ে ২৮০১৮ জন ছাত্র-ছাত্রীদের মাঝে বাংলাদেশ বোর্ডের মেধা তালিকায় সারাদের মধ্যে ৮ম স্থান অর্জন করে। জানা গেছে, এ বছর আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর অধীনে অনুষ্ঠিত দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষায় পরীক্ষার্থী সংখ্যা ছিল, ছাত্র ১৫,৮৩৩ জন; ছাত্রী ১২১৮৫ জন; মোট ২৮০১৮ জন। সারাদেশে ৯৯ টি ছাত্র ও ১৬১ টি ছাত্রী মারকাযে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বুধবার (২৬ এপ্রিল) ২০২৩ আল-হাইআতুল উলয়ার স্থায়ী কমিটি, পরীক্ষা উপকমিটি ও নিরীক্ষকবৃন্দের যৌথ সভায় এ পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষায় পাশের হার ৮১.৮৪ % । ফলাফল ঘোষণা করেন আল-হাইআতুল উলয়ার মুহতারাম চেয়ারম্যান মুহিউসসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান। উল্লেখ্য হাফিজ সৈয়দ ইবাদুর রহমান জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর (আগুনকোনা) গ্রামের শায়খুল হাদিস আল্লামা সৈয়দ আব্দুর রাজ্জাক শায়খে সৈয়দপুরীর ২য় ছেলে। হাফিজ সৈয়দ ইবাদুর রহমান সিলেট নগরীর শামিমাবাদ মাদ্রাসা থেকে কওমি মাদ্রাসায় মিশকাত (জামাতে) পরীক্ষায় অংশ নিয়ে অর্ধলক্ষাধিক ছাত্রদের মাঝে বাংলাদেশ বোর্ডের মেধা তালিকায় সারাদের মধ্যে ১২ নাম্বার স্থান অর্জন করে। এর আগে হিফজ তাকমিল পরীক্ষায় বোর্ডের বাংলাদেশের মধ্যে সে প্রথম স্থান অর্জন করেছিল। ইবাদুর রহমানসহ তারা ৫ ভাই, ও ৪ বোন, সবাই কোরআনে হাফিজ ও হাফিজা। তার পিতা সৈয়দপুর দরগাহ জামে মসজিদের ইমাম ও খতীব এবং একাধিক মাদ্রাসার শায়খুল হাদিস।##