ঢাকা, বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারী ২০২৫, ২৪শে মাঘ ১৪৩১

জলঢাকায় কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান, জলঢাকা | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারী ২০২৫ ০৪:৪৯:০০ অপরাহ্ন | দেশের খবর

নীলফামারীর জলঢাকা সরকারি ডিগ্রি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে কলেজের সাধারণ শিক্ষার্থীরা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা এই প্রতিবাদ কর্মসূচি আয়োজন করেন। মিছিলটি কলেজের কাঠালতলা এলাকা থেকে শুরু হয়ে কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে কলেজ শহীদ মিনারে এসে সমাবেশে রূপ নেয়। 

সমাবেশের সভাপতিত্ব করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাবিবুর রহমান হাবিব। 

সভায় বক্তব্য রাখেন- কলেজ ছাত্রদলের আহ্বায়ক আবু সাইদ শাকিল, কলেজ ছাত্র শিবিরের সভাপতি বাবলুর রশিদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আমানউল্লাহ আমান, লেলিন ইসলাম, রাজিয়া সুলতানা এবং আরও অনেকে। 

সমাবেশ শেষে ছাত্র নেতৃবৃন্দ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেন। 

এ সময় কলেজ অধ্যক্ষ উপস্থিত ছাত্র নেতৃবৃন্দের প্রতি শিক্ষার পরিবেশ বজায় রাখার আহ্বান জানান এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে তদন্ত পূর্বক বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস প্রদান করেন যে।

প্রতিবাদ সমাবেশে কলেজের শিক্ষার্থীরা শিক্ষার পরিবেশ রক্ষা এবং সুষ্ঠু ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

বায়ান্ন/প্রতিনিধি/একে