ঢাকা, শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ২রা অগ্রহায়ণ ১৪৩১

জাপায় কর্মী সৃষ্টি করাই শাব্বির আহমদের প্রথম কাজ

সিলেট ব্যুরো: | প্রকাশের সময় : বুধবার ২৩ নভেম্বর ২০২২ ০৫:০২:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন



পল্লীবন্ধু এইচএম এরশাদের জাতীয় পার্টি। বর্তমানে এই পার্টির কান্ডারি জিএম কাদের। এই দলের আদর্শ-এদেশের মানুষের কল্যাণ করা। পল্লীবন্ধু এরশাদের ওই আদর্শ আজো তৃণমূলে পৌঁছে দেয়ার কাজ করছেন নেতারা। সিলেট জেলাও তা থেকে ব্যতিক্রম নয়। সিলেটের গ্রামীণ জনপদ পর্যায় পর্যন্ত জাতীয় জাতীয় পার্টির অবস্থান অত্যন্ত শক্তিশালী। কিন্তু একটি সত্য কথা বলতে হয়। সিলেটে জাতীয় পার্টির কর্মী সৃষ্টির বিষয়টি অত্যন্ত দুর্বল। কেন এই অবস্থা হয়েছে-তা চিহ্নিত করার পদক্ষেপ নেয়া হয়েছে। সমস্যা চিহ্নিত ও তার সমাধান করে সিলেট অঞ্চলে জাতীয় পার্টির কর্মী সৃষ্টি করার পদক্ষেপ নেয়া হবে। জেলার নেতৃবৃন্দের সাথে বৈঠক করে সিদ্ধান্ত নেয়া হবে পরিকল্পিত।

সিলেট জেলা জাতীয় পার্টির আহŸায়কের দায়িত্ব পাওয়া জাপার কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাব্বির আহমদ দল গোছানর পরিকল্পনার কথা জানিয়েছেন দৈনিক বায়ান্নের কাছে।

শাব্বির আহমদ জানিয়েছেন, ২৩ নভেম্বর জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দকে নিয়ে বৈঠকে বসব। এই বৈঠকে কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হবে। কেন্দ্রীয় নির্দেশনায় ও সকলের মতামতের ভিত্তিতে কর্মপরিকল্পনা বাস্তবায়নে আমরা এগিয়ে যাব।

তিনি বলেন, মরহুম আলহাজ্ব কুনু মিয়া আহŸায়কের দায়িত্ব পালনের সময় সিলেট জেলার সকল উপজেলা ও পৌরসভার কমিটি গঠন করেছেন। ওই কমিটিগুলো এখন ঢেলে সাজানো হবে। সিলেট জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দের সমন্বয়ে ঐক্যবদ্ধভাবে ওই কার্যক্রম পরিচালনা করার পদক্ষেপ নেয়া হবে। সেই সঙ্গে উপজেলা ও পৌরসভার কমিটিগুলোকে সক্রিয় করে তোলা হবে।

শাব্বির আহমদ জানান, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই মিথ্যা মামলার বিরুদ্ধে সিলেটে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। মিথ্যা মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে।