জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে সাংস্কৃতিক সংগঠনের আড়ালে ছাত্রলীগের রাজনৈতিক কার্যক্রম পরিচালনার অভিযোগে কেন্দ্রের পরিচালক অধ্যাপক আহমেদ রেজার পদত্যাগের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। এসময় ছাত্র-শিক্ষক কেন্দ্রের অতিরিক্ত পরিচালক অধ্যাপক মোহাম্মদ আশরাফুল হাবিবেরও পদত্যাগ দাবি করেছেন তারা।
রবিবার (১৮ আগস্ট) বিকেল সারে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের উত্তরণ নামের একটি সংগঠনের কক্ষে তল্লাশি চালালে সেখানে ছাত্রলীগের ব্যানার, লাঠিসোঁটা ও লক্ষাধিক টাকার শীতবস্ত্র পাওয়া যায়। এঘটনায় ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালকের সংশ্লিষ্টতার অভিযোগ এনে তার পদত্যাগ দাবি করেন শিক্ষার্থীরা এবং তার কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন।
খোঁজ নিয়ে জানা যায়, উত্তরণ নামের সংগঠনটির কার্যক্রম সম্পর্কে জানাশোনা সত্বেও সংগঠনটিকে প্রথম কার্যক্রম পরিচালনার অনুমোদন দেন ছাত্র-শিক্ষক কেন্দ্রের এর আগের পরিচালক অধ্যাপক ড. আলমগীর কবির। এরপর অধ্যাপক আহমেদ রেজা পরিচালকের দায়িত্বে আসলে তিনি এটিকে টিকিয়ে রাখেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম ইমন বলেন, ছাত্র-শিক্ষক কেন্দ্রে সাংস্কৃতিক সংগঠনের নামে ছাত্রলীগকে কার্যক্রমকে প্রশ্রয় দেয়া হয়েছে। শুধু তাই নয়, এই কক্ষে লক্ষাধিক টাকার শীতবস্ত্র পাওয়া গেছে, যেগুলো গত শীতেই বিতরণ শেষ হয়ে যাওয়ার কথা। এখানে উত্তরণ নামের সাংস্কৃতিক সংগঠনের আড়ালে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতো সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ। পাশাপাশি আমরা বলতে চাই উত্তরণের নামে ছাত্রলীগের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার পেছনে ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালকের সরাসরি সংযোগ ছিলো। পাশাপাশি, এখানে আমরা যে লক্ষাধিক টাকার সম্পদ পেয়েছি তার ভাগ তিনি পেতেন কি না সে আশঙ্কা করছি আমরা। অতএব অধ্যাপক আহমেদ রেজা ছাত্র- শিক্ষক কেন্দ্র পরিচালনার যোগ্যতা হারিয়েছেন। আমরা এই অকার্যকর পরিচালকের দ্রুত পদত্যাগ দাবি করছি।
বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তানজিম আহমেদ বলেন, ছাত্র-শিক্ষক কেন্দ্রের অতিরিক্ত পরিচালক অধ্যাপক আশরাফুল হাবিবকে শিক্ষার্থীদের উপর হামলার মদদ দেয়ায় তাকে তার নিজ বিভাগের শিক্ষার্থীরা অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। তিনিও ছাত্র-শিক্ষক কেন্দ্রের দায়িত্বে থাকার যোগ্যতা করেছেন। আমরা অধ্যাপক আহমেদ রেজার পাশাপাশি তারও পদত্যাগ দাবি করছি।
শিক্ষার্থীদের দাবি, ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক আহমেদ রেজাকে টিএসসিতে পাওয়া যায় না। তাকে মোবাইলে ফোনেও পাওয়া যায় না। এবিষয়ে অধ্যাপক আহমেদ রেজা জানিয়েছিলেন, আমি মোবাইল ফোন সাথে রাখি না, বাসায় রেখে বের হই। রাতে বাসায় ফিরে এক এক করে কল ব্যাক করি।
উল্লেখ, অধ্যাপক আহমেদ রেজা বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ থেকে নির্বাচিত সিনেট সদস্য ও সহযোগী অধ্যাপক আশরাফুল হাবিব এই পরিষদের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত।