ঢাকা, রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের নতুন কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশের সময় : রবিবার ২২ ডিসেম্বর ২০২৪ ১২:৪৭:০০ অপরাহ্ন | রাজনীতি

জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) নতুন কমিটির ঘোষণা দিয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জিসাসের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল হাসেম রানা'র সহধর্মীনি নাহিদ গুলনার ইভা।

সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য সিনিয়র সহ-সভাপতি পদে দায়িত্ব দেওয়া হয়েছে জনপ্রিয় অভিনেত্রী রিনা খানকে। একই সঙ্গে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন খ ম জাহাঙ্গীর আলম।

নতুন নেতৃত্বের মাধ্যমে জিসাস সাংস্কৃতিক অঙ্গনে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে সংগঠনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে।

জিসাস তার প্রতিষ্ঠালগ্ন থেকেই জাতীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং সৃজনশীল কার্যক্রম পরিচালনার মাধ্যমে সুস্থ ধারার সংস্কৃতির বিকাশে কাজ করে আসছে। নতুন কমিটি তাদের লক্ষ্য ও উদ্দেশ্য আরও এগিয়ে নিয়ে যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

 

বায়ান্ন/এসএ