ঢাকা, রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১
তথ্য কমিশন সচিব

সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইন বাস্তবায়ন জরুরি

মারুফ কবীর, যশোর | প্রকাশের সময় : রবিবার ২২ ডিসেম্বর ২০২৪ ০৩:৪৭:০০ অপরাহ্ন | দেশের খবর

তথ্য কমিশনের সচিব মো. আরিফ বলেছেন, তথ্য অধিকার নিয়ে মানুষের মধ্যে সচেতনতার ঘাটতি রয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহিমূলক সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইন বাস্তবায়ন জরুরি। এজন্য এ বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। 

গতকাল শনিবার যশোরের চৌগাছা উপজেলা তথ্য অধিকার বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 

সব ক্ষেত্রে সঠিক তথ্য সরকারের কাছে তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, সঠিক তথ্য উপস্থাপন করা গেলে নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা যাবে। এতে দুর্নীতি কমে আসবে। আমরা প্রথমেই ভয় পেয়ে যাই। এ ভয় থেকেই দুর্নীতিতে জড়িয়ে যান অনেকে। 

উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা। বিশেষ অতিথির বক্তব্য দেন তথ্য কমিশনের উপপরিচালক হেলাল আহমেদ, সহকারী প্রোগ্রামার তরিকুল ইসলাম, চৌগাছার সহকারী কমিশনার তাসমিন জাহান।

স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন। আরও বক্তব্য দেন- চৌগাছা উপজেলা তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সদস্য সাংবাদিক আজিজুর রহমান, অ্যাডভোকেট রাজু আহমেদ, অধ্যক্ষ রেজাউর রহমান, প্রেস ক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর, সহসভাপতি রহিদুল খান, সাধারণ সম্পাদক এমএ রহিম আশরাফ ফাউন্ডেশনের পরিচালক রাসেল আশরাফ প্রমুখ।

বায়ান্ন/প্রতিনিধি/একে