ঢাকা, শুক্রবার ৭ ফেব্রুয়ারী ২০২৫, ২৪শে মাঘ ১৪৩১

ঝিনাইদহে আলু উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ | প্রকাশের সময় : শুক্রবার ৩ জানুয়ারী ২০২৫ ০২:২৮:০০ অপরাহ্ন | দেশের খবর

সারাবছরের চাহিদা পুরণের লক্ষ্যে ঝিনাইদহে স্বল্প আয়ু সম্পন্ন ও অধিক ফলন দেওয়া আলু ভ্যালেনসিয়া জাতের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৩ জানুয়ারি) সকালে কোটচাঁদপুর উপজেলার জয়দিয়া বাওড়পাড়ের গ্রাম কৃষ্ণপুরে এ মাঠ দিবসের আয়োজন করে এসিআই সীড। 

এতে কোটচাঁদপুর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদ হাসান, এসিআই সীডের পোর্টফোলিও ম্যানেজার গোলাম মোস্তফা, জোনাল ম্যানেজার আনোয়ার হোসেন, সিনিয়র মার্কেটিং অফিসার রায়হান হাসান, কৃষক শরিফুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সেসময় বক্তারা, দেশে সারাবছর আলু চাহিদা পুরণে ভ্যালেনসিয়া জাতের চাষাবাদ সম্পর্কে কৃষকদের অবহিত করেন। আয়োজকরা জানায়, এ জাতের আলু ৫৫-৬০ দিনের মধ্যে বিক্রি উপযোগী হয়। এছাড়াও অন্যান্য জাতের তুলনায় এ জাতের আলুর উৎপাদন প্রায় ৩৭ ভাগ বেশি। মাঠ দিবসে ওই এলাকার ২’শ কৃষাণ-কৃষাণীদের আলু উৎপাদনে করণীয় বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ