![](https://dainikbayanno.com/storage/demo-picture/1642737002315-corona.jpg)
টাঙ্গাইলে বেড়েই চলছে করোনাভাইরাসের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৩ জনের দেহে করোনভাইরাস শনাক্ত হয়েছে। তবে এখন পর্র্যন্ত আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।
রোববার (২৩ জানুয়ারি) টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, শনিবার (২২ জানুয়ারি) ভোর ৬ টা থেকে রোববার (২৩ জানুয়ারি) ভোর ৬ টা পর্যন্ত টাঙ্গাইলে ২৪৯ জনের শরীরের নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন করে ৫৩ জনের করোনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসে। শনাক্তের হার ২১ দশমিক ২৮ শতাংশ।
সিভিল সার্জনের কার্যালয় আরও জানায়, দেশব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর এখন পর্যন্ত টাঙ্গাইল জেলায় ১৭ হাজার ১৪৩ জন সংক্রমিত। মারা গেছেন ২৬০ জন।