ট্টগ্রামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে রাজশাহী। জবাবে খেলতে নেমে ১৯ ওভার ২ বলে ১৪৬ রানে অলআউট হয় রংপুর।
ম্যাচপরবর্তী সংবাদ সম্মেলনে সোহান বলেন, 'অবশ্যই, এতদিন ভালো খেলেছি, আজকের হার এলার্মিং। সবাই সবার জায়গা থেকে চিন্তা করতে পারবে। ক্রিকেট জিনিসটাই এরকম। ভালো ক্রিকেট খেলেই জিততে হবে। আসলেন, জিতবেন- এটা আশা করা ঠিক না। ভালো খেললেই জিতবেন। সবাই এখন এটা চিন্তা করবে।'
হারের কারণ হিসেবে পাওয়ারপ্লের বোলিংকে দায়ী করলেন সোহান। তিনি বলেন, 'বোলিংয়ে পাওয়ারপ্লেতে ভালো শুরু করিনি। উইকেট ট্রিকি ছিল, তাও কিছু রান দিয়ে দিয়েছি। ১৫ ওভার পরে ভালো কামব্যাক করেছি। তবে কিছু রান হয়ে গেছে। ব্যাটিংয়েও আমরা সেভাবে রান তুলতে পারিনি পাওয়ারপ্লেতে। প্রথম ৬ ওভার টি-টোয়েন্টিতে খুব গুরুত্বপূর্ণ, ব্যাটিং বলুন বা বোলিং। দুটিই পক্ষে যায়নি।
বায়ান্ন/ আর এস