মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেয়ার পর যুক্তরাষ্ট্র থেকে প্রায় ১১ হাজার অভিবাসী ফিরেছেন মেক্সিকোতে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দেশটির প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম এমনটা জানিয়েছেন। খবর রয়টার্সের।
শেইনবাউম বলেন, যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসা প্রায় ১১ হাজার অবৈধ অভিবাসীকে গ্রহণ করেছে মেক্সিকো। এদের মধ্যে ২৫০০ জন অন্য দেশের নাগরিক আছেন।
এই সপ্তাহের শুরুতে শেইনবাউম ট্রাম্পের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছান। চুক্তি অনুযায়ী, মেক্সিকান পণ্যের ওপর শুল্ক স্থগিত করেন ট্রাম্প।
এর বিনিময়ে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের ঠেকাতে দেশটির উত্তর সীমান্তে হাজার হাজার ন্যাশনাল গার্ড পুলিশ মোতায়েনের কথা বলা হয়।
শুক্রবার সকালের নিয়মিত সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে শেইনবাউম আরও বলেন, মেক্সিকো বিমানের পাশাপাশি স্থল পরিবহনের মাধ্যমে নির্বাসিত অভিবাসীদের হন্ডুরাসে প্রত্যাবাসনের কাজ শুরু করেছে।
তবে তাদের জোর করে প্রত্যাবাসন করা করা হয়নি বলেও জানান শেইনবাউম।
মেক্সিকোর প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, ‘এটা স্বেচ্ছামূলক’। আমরা তাদের সব ধরনের সহায়তা করব যাতে তারা তাদের নিজ দেশে ফিরে যেতে পারে।
বায়ান্ন/একে