ঢাকা, শুক্রবার ১০ মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১

ট্রেনের ইঞ্জিন বিকল, সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ ছিল

মোঃ জালাল উদ্দিন, মৌলভীবাজার : | প্রকাশের সময় : সোমবার ৪ সেপ্টেম্বর ২০২৩ ০৭:৩৪:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন
ট্রেনের ইঞ্জিন বিকল, আটকা পড়া ট্রেন
সিলেট আখাউড়া রেল সেকশনের সাতগাঁও ও রশিদপুর স্টেশনের মাঝামাঝি স্থানে পারাবত এক্সপ্রেস ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়েছে।
সোমবার ০৪ সেপ্টেম্বর ২০২৩ইং, বেলা ১১টার সময় ঢাকা থেকে সিলেটগামী পারাবত আন্তঃনগর ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
পারাবতের ইঞ্জিন বিকল হওয়ার পর ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন শ্রীমঙ্গলে এবং চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন ভানুগাছ স্টেশনে আটকা পড়ে। এতে পারাবত আন্তঃনগর এক্সপ্রেসসহ ওই তিনটি ট্রেনের কয়েক হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েছে।
শ্রীমঙ্গল রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার মোঃ সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আখাউড়া থেকে ইঞ্জিন আসার পর লাইন ক্লিয়ার হতে আরও এক-দেড় ঘণ্টা সময় লাগতে পারে বলে আশা করি।