ঢাকা, রবিবার ১৭ নভেম্বর ২০২৪, ২রা অগ্রহায়ণ ১৪৩১

থানচিতে শহীদ বুদ্ধিজীবী দিবস অনুষ্ঠিত।

থানচি (বান্দরবান) প্রতিনিধি। | প্রকাশের সময় : বুধবার ১৪ ডিসেম্বর ২০২২ ০৪:০৯:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন
 
সারাদেশে ন্যায় বান্দরবান থানচিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ঘৃণিত দিন হিসেবে জাতির শ্রদ্ধার সাথে এই দিন টি স্মরণ করে পালন করা হয়েছে।
 
বুধবার ১৪ ডিসেম্বর সকাল ৭টা সময় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও থানচি থানা ব্যানারে পুস্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা ও উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবুল মনসুর সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ বাহিনীর সদস্য, সাংবাদিক, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
 
সকাল ১০টায় উপজেলা মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবুল মনসুর। 
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নুমেপ্রু মারমা, সমাজ সেবা অফিসার পারভেজ ভূঁইয়া, থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, উপজেলা শিক্ষা অফিসার মিজান উদ্দিন, ইউআরসি প্রশিক্ষক সাকের উদ্দিন, আমার বাড়ি আমার খামার ব্যবস্থাপক জমির উদ্দিন, থানচি থানা প্রতিনিধি, এস আই ইমাম প্রমুখ।
 
সভায় অতিথিবৃন্দ বলেন,
পৃথিবীর ইতিহাসের এক কালো অধ্যায় আজ। ১৯৭১ সালে যখন মুক্তিযুদ্ধ চলছিল, তখন বাঙালি বুদ্ধিজীবী হত্যা ছিল নৃশংসতম ও বর্বরোচিত হত্যাযজ্ঞ। জাতি যখন বিজয়ের খুব কাছে, সেই সময় পাকিস্তানি বাহিনীর সহযোগিতায় রাজাকার, আলবদর, আলশামস বাহিনী দেশের শ্রেষ্ঠ সন্তানদের ধরে ধরে হত্যা করে। ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। বাঙালি শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদরা এই সুপরিকল্পিত হত্যাযজ্ঞের শিকার হন। এই দিনটি জাতির জন্য এক অবিস্মরণীয় দিন।