ঢাকা, শুক্রবার ৭ ফেব্রুয়ারী ২০২৫, ২৫শে মাঘ ১৪৩১

দিনাজপুরে জাতীয় সমাজসেবা দিবস এর উদ্বোধন

ইউসুফ আলী, দিনাজপুর | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২ জানুয়ারী ২০২৫ ০২:১৯:০০ অপরাহ্ন | দেশের খবর

দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। 

বৃহস্পতিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বেলুন ও কবুতর উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। 

এ সময় উপস্থিত ছিলেন- দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ বিএনপি নেতা মো. আনোয়ারুল কবির এবং লিয়াজো অফিসার বিএনপি নেতা গোলাম রসুল রকেট।

উদ্বোধন শেষে এক ‘ওয়াকাথন’ এর মাধ্যমে অংশগ্রহণকারীরা গোর-এ-শহীদ ময়দান সংলগ্ন কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে এক মুক্ত আড্ডায় মিলিত হন। 

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. ময়নুল হক এর সভাপতিত্বে এবং জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. মেহেদি হাসান এর স্বাগত বক্তব্যে শুরু হয় মূল আলোচনা অনুষ্ঠান। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা. শাহ্ মো. শরিফ এবং দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল। আরও বক্তব্য রাখেন শহর সমাজসেবা অফিসার মো. মাইনুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মো. আসাদুজ্জামান আসাদ এবং পল্লীশ্রী’র রওনক আরা হক নীপা, রেহেনা বেগম, রাবেয়া বেগম।

দিবসটি উপলক্ষে একটি ধারণাপত্র পাঠ করেন দিনাজপুর সরকারি মহিলা কলেজের শিক্ষক মো. জহুরুল ইসলাম এবং মুক্ত আলোচনা করেন উপস্থিত অতিথিরা। 

সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মুনির হোসেন। 

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মো. ময়নুল হক। এ ধরনের আয়োজন সামাজিক সেবা বিষয়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষের মধ্যে একতাবদ্ধতা ও সহযোগিতার মনোভাব গড়ে তোলার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বায়ান্ন/প্রতিনিধি/একে