ঢাকা, শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ই পৌষ ১৪৩১

দীর্ঘদিন ভারতে চিকিৎসা শেষে সিলেট মেজরটিলার সেলিম আহমদ দেশে ফিরেছেন

সিলেট ব্যুরো: | প্রকাশের সময় : রবিবার ১৪ অগাস্ট ২০২২ ১২:৪৬:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সিলেটের মেজরটিলা মোহাম্মদপুরের বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিক সেলিম আহমদ দীর্ঘদিন ভারতে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন । শুক্রবার রাত সোয়া নয়টার দিকে তিনি নিজ বাসভবনে ফেরেন।

সেলিম আহমদের সহোদর ভাই মেম্বার মো. মলন মিয়া জানান, গত এপ্রিল মাসে তাঁর ভাই ভারত গিয়েছিলেন চিকিসার জন্যে। সেখানকার ডাক্তাররা যাবতীয় পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিতসা শুরু করেন। দীর্ঘদিন চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠেন তিনি।

সমাজসেবক সেলিম আহমদের সুস্থতা কামনায় সিলেটের বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে। মেজরটিলার মোহাম্মদপুরের সবকটি মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে সেলিম আহমদের সুস্থতা কামনা করে।

২৭ এপ্রিল বুধবার বাদ আসর হযরত সৈয়দ বুরহান উদ্দিন মাজার মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। এতে মুনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা আবদুল মালিক হবিগঞ্জি।