সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। উপজেলা নির্বাচনে ৪ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করে সুনামগঞ্জ জেলা নির্বাচন অফিস। শুক্রবার (১৪ জানুয়ারী) দুপুরে সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার প্রার্থীদের মাঝে এ প্রতীক বরাদ্দ দেন।
চার প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের নূরুল ইসলাম দলীয় প্রতীক নৌকা,দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী দেওয়ান তানভীর আশরাফী চৌধুরী বাবু,(স্বতন্ত্র) প্রতীক কাপ- পিরিচ,সুনামগঞ্জ জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক,দোয়ারাবাজার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এম এ বারী (স্বতন্ত্র) প্রতীক আনারস,জাতীয় পার্টির দলীয় প্রতীক লাঙ্গল পেয়েছেন মো:আবু সালেহ।এদিকে প্রতীক বরাদ্দের পর পরই প্রার্থীগণ দুপুর ২টার পর থেকে মাইকযোগে নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন।
উল্লেখ্য যে, আগামী ২৭ জানুয়ারী চেয়ারম্যান পদে দোয়ারাবাজার উপজেলা পরিষদ উপনির্বাচন অনুষ্ঠিত হবে।