ঢাকা, শনিবার ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

দোয়ারাবাজার সীমান্তে ‘বাগানবাড়ি রিংকু বর্ডার হাট’র উদ্বোধন

সুনামগঞ্জ প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১২ মে ২০২২ ০৭:৩০:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বগুলা ইউনিয়নের বাংলাদেশ-ভারত সীমান্তের জিরো পয়েন্টে বহুল প্রত্যাশিত ‘বাগানবাড়ি রিংকু বর্ডার হাট’র উদ্বোধন করা হয়েছে।

দুই দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে বৃহস্পতিবার  দুপুরে ফিতা কেটে ‘বাগানবাড়ি রিংকু বর্ডার হাট’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন সুনামগঞ্জ-৫ ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক ও ভারতীয় ডেপুটি হাইকমিশনার মি. নিরাজ কুমার জয়সাওয়াল।

এ সময় উপস্থিত ছিলেন- সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ভারতীয় প্রতিনিধি এডিএম ডিপসাম্বর, ইউএমডিসিআইসিএফ মাজাও, বিবিও, পি মকইম, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বাবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ, সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমদ, দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর, মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা খাতুন, স্থানীয় ইউপি চেয়ারম্যান মিলন খান, সাবেক ইউপি চেয়ারম্যান আমিরুল হক ও আনোয়ার হোসেন আনু, দোয়ারাবাজার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সফর আলী, ছাতক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্যার আনোয়ার রহমান, দোয়ারাবাজার উপজেলা যুবলীগ নেতা সাব্বির আকন্দ, শাহজাহান আকন্দসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

বর্ডার হাট উদ্বোধনের পুর্বে স্থানীয় বগুলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী আনুষ্ঠানে বাংলাদেশ ও ভারত সীমান্ত এলাকার শত শত উৎসুক লোকজন উপস্থিত ছিলেন।