![](https://dainikbayanno.com/storage/pn-114-12-24.jpg)
নওগাঁর ধামুইরহাট আত্রাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তােলনের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শনিবার (১৪ ডিসম্বর) বেলা সাড়ে ১১টার দিকে খেলনা ইউনিয়নের উদয়শ্রী নলপুকুর এলাকায় ওই গ্রামের বাসিদারা এ মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন,ধামুইহাট উপজেলার আত্রাই নদীর তীরবর্তী উদয়শ্রী নলপুকুর গ্রামের পূর্বপাড় ঘেঁষা বালু লুটকারী প্রভাবশালী আবু হানিফ ও তার সহযােগী হানজালা,রাবানী, জুয়েল চৌধুরী ,মাসুমসহ আরাে অনেকে অবৈধভাবে নদীর তীর থেকে ভেকু মেশিন দিয়ে বালু তুলছেন। দিন-রাত বালু উত্তােলন করায় বেড়িবাঁধসহ গ্রামের রাস্তা নষ্ট,শিক্ষার্থীদর চলাচল বিঘ্ন ও ফসলি জমির তীব্র ভাঙ্গনের কবলে নদী গর্ভে বিলিন হচ্ছে।
বক্তারা আরাে বলেন,আত্রাই নদীর খেলনা ইউনিয়নের নলপুকুরে দিন-রাত অবৈধভাবে বালু উত্তােলন চলেছে। অব্যাহতভাবে বালু উত্তােলন খেলনা ইউনিয়নের তীরের উদয়শ্রী নলপুকুর গ্রামের মানুষ নদী ভাঙ্গনের আতঙ্কে আছেন।
পানি উন্নয়ন বার্ডের সেচ প্রকল্প বড়িবাঁধ হুমকির মুখে রয়েছে এরই মধ্যে নদী গর্ভে বিলিন হয়েছে অনেকের ফসলি জমি।
মানববন্ধনে বক্তব্য দেন,শশী,মনি বাবু,শহিদুল ইসলাম,আনােয়ার হােসন ও বজলুর রহমান প্রমুখ।
অবৈধভাবে বালু হরিলুট যারা করছে,তাদের সনাক্ত করে আইননের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের কাছে দাবী জানান এলাকাবাসী।