ঢাকা, বৃহস্পতিবার ৯ মে ২০২৪, ২৬শে বৈশাখ ১৪৩১

নবীগঞ্জে ১৩ ইউনিয়নের মধ্যে ৯টিতে নৌকার পরাজয়

নবীগঞ্জ প্রতিনিধি: | প্রকাশের সময় : সোমবার ২৯ নভেম্বর ২০২১ ১১:৫০:০০ পূর্বাহ্ন | সিলেট প্রতিদিন

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ২৮ নভেম্বর ১৩টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এসব ইউনিয়ন হচ্ছে বড় ভাকৈর(পঞ্চিম), বড় ভাকৈর(পূর্ব), ইনাতগঞ্জ , দীঘলবাক, আউশকান্দি, কুর্শি, করগাঁও, নবীগঞ্জ সদর , বাউসা, দেবপাড়া, গজনাইপুর, কালিয়ার ভাঙ্গা ও পানিউন্দা। এসব ইউনিয়নের চারটিতে নৌকা ও অন্য ৯টিতে অন্যান্য প্রার্থী বিজয়ী হয়েছেন। 

 

১নং বড় ভাকৈর(পঞ্চিম) ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রঙ্গ লাল দাশ ঘোড়া প্রতীকে জয়লাভ করেছেন। নিকটতম প্রতিদ্বন্ধি নৌকার প্রার্থী সমর দাশ।

 

২নং বড় ভাকৈর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আক্তার হোসেন নৌকা প্রতিকে জয়লাভ করেছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মেহের আলী মালদার।

 

৩নং ইনাতগঞ্জ ইউনিয়নে নৌকার লজ্জাজনক হার হয়েছে বলে দলটির নেতাকর্মীরা মনে করছেন। এখানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নোমান হোসেন ৬১০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নৌকার এসএম আব্দুস সবুর ৪১৭, বিদ্রোহী আলাউদ্দিন ২২০৯ এবং ইসলামী আন্দোলনের প্রার্থী সামাউল ইসলাম পেয়েছেন ৩৯৮ ভোট।

 

৪নং দীঘলবাক ইউনিয়নে বিএনপির সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুল ছালিক আনারস প্রতিকে জয়লাভ করেছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী

নৌকা প্রার্থী আবু সাঈদ এওলা।

 

৫নং আউশকান্দি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী দেলওয়ার হোসেন চৌধুরী নৌকা প্রতিকে জয়লাভ করেছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী

লীগের বিদ্রোহী মোফাজ্জল হক।

 

৬নং কুর্শি ইউনিয়নে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী সৈয়দ খালেদুর রহমান চৌধুরী আনারস প্রতীকে জয়লাভ করেছেন। এখানে নিকটতম প্রতিদ্বন্দ্বী

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল মুকিত।

 

৭নং করগাঁও ইউনয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নিমললেন্দু দাশ রানা ঘোড়া প্রতিকে জয়লাভ করেছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী

বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মোঃ ছাইম উদ্দিন।

 

৮নং সদর ইউনিয়নে নৌকার হাবিবুর রহমান হাবিব নৌকা প্রতিকে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী জাবেদুল ইসলাম চৌধুরী সাজু।

 

৯নং বাউসা ইউনয়নে বিএনপির সমর্থিত স্বতন্ত্র প্রার্থী সাদিকুল ইসলাম শিশু আনারস প্রতিকে জয়লাভ করেছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী

আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব জুনায়েদ আহমেদ চৌধুরী।

 

১০নং দেবপাড়া ইউনিয়নে সতন্ত্র প্রার্থী শাহরিয়াজ নাদির সুমন চশমা প্রতিকে জয়লাভ করেছেন।নিকটতম প্রতিদ্বন্ধি নৌকার প্রার্থী আব্দুল মোহিত চৌধুরী।

 

১১নং গজনাইপুর ইউনয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইমদাদুর রহমান মুকুল আনারস প্রতিকে জয়লাভ করেছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী

বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী সফিউল আলম।

 

১২ নং কালিয়ার ভাঙ্গা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এমদাদুল ইসলাম চৌধুরী আনারস প্রতিকে জয়লাভ করেছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম।

 

১৩নং পানিউন্দা ইউনয়নে আওয়ামী লীগের প্রার্থী ইজাজুর রহমান নৌকা প্রতিকে জয়লাভ করেছেন। নিকটতম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী মহিবুল হাসান মামুন।

 

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান গতি গোবিন্দ দাশ জানান, আমরা প্রতিটি ইউনিয়নে থেকে একাধিক নামের তালিকা কেন্দ্রে পাঠিয়েছিলাম। কেন্দ্র থেকে তাদের মনোনয়ন দেওয়া হয়েছে। দলের মধ্যে থেকে অনেকে নির্বাচনে অসহযোগিতা করেছেন।