ঢাকা, শুক্রবার ৭ ফেব্রুয়ারী ২০২৫, ২৫শে মাঘ ১৪৩১

নবীনগরে অবৈধভাবে মাটি কাটার অপরাধে আর্থিক দন্ড

মো. কামরুল ইসলাম, নবীনগর | প্রকাশের সময় : শুক্রবার ৭ ফেব্রুয়ারী ২০২৫ ১১:৪৪:০০ পূর্বাহ্ন | দেশের খবর

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের উরখুলিয়া বাইখালী খাল পারের কৃষি জমির টপ সয়েল কেটে ইট ভাটায় নেওয়ার সময় বৃহস্পতিবার সকালে মাটির নৌকা আটক করা হয়েছে। অবৈধভাবে মাটি কাটার খবর পেয়ে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন। অভিযানে মাটি কাটার অপরাধে একজনকে ১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব চৌধুরী। 

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব চৌধুরী বলেন, অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ধরনের আইন বহির্ভূত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের তালিকা প্রস্তুত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আজ একজনকে জরিমানা করা হয়েছে এবং আটক নৌকাগুলোর মালিক ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকবেন বলে মুচলেকা দেন। কৃষি জমি রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত রাখা হবে।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ