ঢাকা, বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫, ৩০শে মাঘ ১৪৩১

নাগরপুরে সিএনজি অটোরিক্সার সংঘর্ষে ৬ বছরের ১ শিশু নিহত

টাঙ্গাইল প্রতিনিধি : | প্রকাশের সময় : শনিবার ১৫ জানুয়ারী ২০২২ ০৮:৩১:০০ অপরাহ্ন | বিজয়ের ৫০ বছর

টাঙ্গাইলের নাগরপুরে সিএনজি অটোরিক্সার সংঘর্ষে ৬ বছরের ১ শিশু নিহত।

শনিবার ১৫ জানুয়ারী বিকেল আনুমানিক ৩.৪৫ মিনিটের সময় উপজেলার উপেন্দ্র সরোবর (দীঘি) সংলগ্ন এলাকায় এ  সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে।

 

ধুবড়িয়া থেকে নাগরপুরগামী সিএনজির সাথে বিপরীত দিকে যাওয়া একটি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে, এলাসিনের আব্বাস আলীর ৬ বছরের মেয়ে ঝর্না আক্তার (৬) ঘটনা স্থলে প্রাণ হারায় বলে জানা যায়।

ঘটনা স্থল থেকে শিশুটিকে উদ্ধার করে নাগরপুর সদর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত নাগরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, এ বিষয়ে নিহতের পরিবার থেকে নাগরপুর থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।