![](https://dainikbayanno.com/storage/photo-1-2.jpg)
পাবনা অনন্ত বাজার পাঁচ রাস্তার মোড়ে ব্যস্ততম রাস্তায় বেপোরোয়া গতিতে আসা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাস চাপায় এক পথচারি নিহত হয়। নিহত পাবনা সদর উপজেলাের শ্রীপুর এলাকার সূর্য কান্ত দাসের ছেলে লক্ষণ কুমার দাস (৫০)।
জানা যায় ১২ ফেব্রুয়ারী বুধবার সকাল ৯:৩০ ঘটিকার সময় শহর থেকে বিশ্ববিদ্যালয়ে যাবার পথে পাবনা-স ১১-০০০৯ নাম্বারের বাসটি এ দূর্ঘটনাটি ঘটায়।
এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম জানান, আমরা বিষয়টি জেনেছি এবং তৎক্ষনাৎ আমাদের মোবাইল টিম ঘটনাস্থলে পাঠিয়েছি এবং আমাদের তত্বাবধানে লাশটি হাসপাতালে পাঠিয়েছি। এ বিষয়ে পাবনা সদর থানায় এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি ।
এ বিষয়ে ফেসবুক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সিনথিয়া সিনহা কেয়া নামে একজন বলেন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেপরোয়া বাস ড্রাইভারের অসাবধানতায় সড়কে ঝড়লো একটি প্রাণ। পাবিপ্রবির বাস শহরের অনন্ত বাজার মোড়ে ইমাম গাজ্জালী স্কুলের সামনে গাড়ি চাপা দিয়ে একজনকে হত্যা করে। এছাড়াও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জোড়া বাস আব্দুল হামিদ রোডে চলাচলে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বায়ান্ন/প্রতিনিধি/এসএ