ঢাকা, শুক্রবার ২১ ফেব্রুয়ারী ২০২৫, ৯ই ফাল্গুন ১৪৩১

নাটোরে শশা চাষে মাঠ দিবস অনুষ্ঠিত

ফরহাদুজ্জামান, নাটোর | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারী ২০২৫ ০৩:২৮:০০ অপরাহ্ন | দেশের খবর

নাটোর সদর উপজেলার ছাতনি এলাকায় তুষারা বীজ ব্যবহার করে শশা চাষের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। কৃষক ইউনুস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপসহকারী কৃষি  কর্মকর্তা মাহবুবা আক্তার, কৃষি বীজাগরের মালিক আশরাফুল ইসলাম, কৃষক জুয়েল হোসেন হাবিবুর রহমান প্রমুখ। কৃষকরা জানান, আগাম জাতের তুষারা বীজ রোপণ করে প্রচুর শশা উৎপাদন করা সহ কৃষকরা লাভবান হয়েছেন।

পরে কৃষক মাহবুব হোসেনেকে সফল কৃসক হিসাবে তার হাতে পুরস্কার তুলে দেন উপসহকারী কৃষি  কর্মকর্তা মাহবুবা আক্তার ও শশার জমি পরিদর্শন করেন স্থানীয় লোকজন।  

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ